ভারতের মিসাইল নিয়ে এখনও তুলকালাম পাকিস্তানে, ছাঁটাই এয়ারফোর্সের উপপ্রধান ও দুই মার্শাল

   

বাংলা হান্ট ডেস্কঃ ভুলবশত পড়া একটি ক্ষেপণাস্ত্র এবং তা নিয়ে উত্তাল দুই দেশ। সূত্রের খবর, ভারত থেকে ভুলবশত ফেলা ক্ষেপণাস্ত্র নিয়ে পাকিস্তানে এখনো তোলপাড় চলছে। ভারতের ক্ষেপণাস্ত্র দেখে ভীত পাকিস্তান। আর সেই কারণেই পাকিস্তানি এয়ার ফোর্সের উপপ্রধান ও দুই মার্শালকে ছাঁটাই করলো তারা।

সবচেয়ে বড় কথা, এই সব ঘটনা এমন প্রেক্ষাপটে ঘটেছে যখন পাকিস্তানের রাজনৈতিক অবস্থা শোচনীয় এবং ইমরান সরকারের বিরুদ্ধে সংসদে অনাস্থা প্রস্তাবও এনেছে বিরোধীরা। তাই তাদের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তান সময়মতো ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে না পারায় উপপ্রধান এবং দুই এয়ার মার্শালকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে ভুল করে পাকিস্তানের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র নিয়ে আজ সংসদে বক্তৃতা দেওয়ার কথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর। তাদের মতে, গত বুধবার একটি ক্ষেপণাস্ত্র পাকিস্তানে গিয়ে পড়ে। প্রতিরক্ষা মন্ত্রক এটিকে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে হয়েছে বলেই জানিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন যে ভারত থেকে আসা ক্ষেপণাস্ত্র পাকিস্তানের মাটিতে পড়া একটি ‘গুরুতর বিষয়’, যার জন্য ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা কখনোই সমাধান হতে পারে না। তিনি বিষয়টি নিয়ে যৌথ তদন্তের দাবি তোলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারত এতে দুঃখ প্রকাশ করেছে এবং তারা এটিকে দুর্ঘটনাবশত হয়েছে বললেও পাকিস্তান একটি যৌথ তদন্তের কথা জানিয়েছে।” ফলে এই পরিস্থিতিতে ভুলবশত ভারতের এই পদক্ষেপ যে দুই দেশের রাজনীতিতেই গভীর প্রভাব ফেলেছে তা অনস্বীকার্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর