“কাঙাল” পাকিস্তান এবার ঘোর সঙ্কটে! বড়সড় দুঃসংবাদ দিল IMF, এবার কি করবেন শরিফ?

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক বছরের চরম আর্থিক সঙ্কটের সম্মুখীন হচ্ছে পাকিস্তান (Pakistan)। শুধু তাই নয়, কিছুতেই এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে পারছে না ভারতের এই পড়শি দেশ। ঠিক এই আবহেই এবার বড়সড় ধাক্কার সম্মুখীন হল পাকিস্তান। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) নগদ সঙ্কটের মুখোমুখি থাকা পাকিস্তানের আর্থিক দৃষ্টিভঙ্গি সংশোধন করেছে এবং ২০২৫ সালে তার অর্থনৈতিক বৃদ্ধির হারের অনুমান ৩ শতাংশে কমিয়েছে। শনিবার একটি রিপোর্টে এই তথ্য উপস্থাপিত করা হয়েছে।

সঙ্কটের সম্মুখীন পাকিস্তান (Pakistan):

মূলত, “এক্সপ্রেস ট্রিবিউন” পত্রিকার একটি রিপোর্টে বলা হয়েছে যে, IMF-এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেট: গ্লোবাল গ্রোথ – পরিবর্তনশীল এবং অনিশ্চিত শীর্ষক রিপোর্টে উপস্থাপিত ব্যাপক বিশ্বব্যাপী অর্থনৈতিক মূল্যায়নের মধ্যে এই সমন্বয় করা হয়েছে।

Pakistan got bad news this time from IMF.

IMF পাকিস্তানের বৃদ্ধির হার কমিয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য, IMF-এর সংশোধিত অনুমানগুলি ইঙ্গিত করে যে পাকিস্তানের (Pakistan) মোট দেশীয় উৎপাদনের (GDP) বৃদ্ধির হার ২০২৬ সালে হবে ৪ শতাংশ। এদিকে, ২০২৫ সালের বৃদ্ধির হারের অনুমান হ্রাস হওয়ার বিষয়টি দেশের চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলিকে প্রতিফলিত করে। তবে IMF এই সংশোধনীর সুনির্দিষ্ট কারণ জানায়নি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৩ মাস আগে মুদ্রা তহবিল তাদের অনুমানে বলেছিল যে পাকিস্তানের বৃদ্ধির হার হবে ৩.২ শতাংশ।

আরও পড়ুন: এন্ট্রি নিলেন শামি, “আউট” হলেন সিরাজ! চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কতটা শক্তিশালী ভারতীয় দল?

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সত্য প্রমাণিত হয়েছে: এদিকে, এই সর্বশেষ সংশোধন গত মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক (এডিবি) দ্বারা করা একটি পূর্বাভাসকে প্রতিফলিত করে। এডিবি চলতি অর্থবর্ষে (২০২৪-২৫) পাকিস্তানের (Pakistan) বৃদ্ধির পূর্বাভাসকে আগের ২.৮ শতাংশের অনুমান থেকে ৩ শতাংশে সামঞ্জস্য করেছে।

আরও পড়ুন: “হাঁ” করে তাকিয়ে দেখবে গোটা বিশ্ব! সমুদ্রের নিচে ২৫০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন, কতদূর এগোল কাজ?

রিপোর্টে বলা হয়েছে যে, উভয় প্রতিষ্ঠানই পাকিস্তানের (Pakistan) অর্থনীতির মুখোমুখি চ্যালেঞ্জগুলি উদ্ধৃত করেছে। তবে মধ্যমেয়াদের জন্য একটি সতর্কতার সাথে আশাবাদী দৃষ্টিভঙ্গি বজায় রেখেছে। IMF বিশ্বব্যাপী ২০২৫ এবং ২০২৬ এই দুই বছরের জন্য ৩.৩ শতাংশে বৃদ্ধির হার অনুমান করেছে। যা ৩.৭ শতাংশের ঐতিহাসিক গড় থেকে সামান্য কম।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর