পদকজয়ী হকি প্লেয়ারদের অপমান পাকিস্তান সরকারের, ক্ষোভ প্রকাশ একাংশের

গত কয়েকদিন আগেই ভারতের নীরজকে হারিয়ে স্বর্ণ পদক অর্জন করেছে পাকিস্তানের আরশাদ নাদীম। বর্তমানে গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছেন এই জ্যাভলিন তারকা। তাই তাঁর উদ্দেশ্যে রাতে খাওয়ার আয়োজন করেছিল পাকিস্তান সরকার (Pakistan Government)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল আরও একাধিক তারকা প্লেয়াররা। উপস্থিত ছিলেন সরকারের (Pakistan Government) একাধিক কর্মকর্তারাও।

এই অনুষ্ঠানে প্রথমে নিমন্ত্রণ করা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন হকি প্লেয়ারদের। কিন্তু, পড়ে সেই অন্ত্রন বাতিল করা হয়। এমনটাই অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রাক্তন হকি প্লেয়াররা। ১৯৯২ সালের গেমসে পদকজয়ী পাকিস্তানি হকি প্লেয়ারদের আমন্ত্রণ জানানো হলেও পরে তা বাতিল করা হয়। তাই স্বাভাবিক ভাবেই ক্ষুব্ধ হন প্রাক্তন পাক খেলোয়াড়রা।

Pakistan Government

এই অনুষ্ঠানে প্রথমে নিমন্ত্রণ করা হয়েছিল পাকিস্তানের (Pakistan Government) প্রাক্তন হকি প্লেয়ারদের

এই ঘটনার বিরুদ্ধে প্রকাশ্যে খুব জানিয়েছেন একাধিক প্লেয়ার ও পাকবাসী। প্রাক্তন পাক হকি প্লেয়ার রাও সেলিম নাজিম বলেন, ‘আমাদের মতই অনেক হকি তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই পার্টিতে। আমরা ঠিক করে রেখেছিলাম যে আমরা যাবো। তবে, শেষ মুহূর্তে এসে টা বাতিল হয়ে যায়। আফসোস এটার নয় যে আমরা যেতে পারিনি। বরং আমাদের অপমান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের না ডাকলে একটা আলাদা কথা ছিল। কিন্তু ডেকে সেটা বাতিল করাটা অপমান জনক। এটা মেনে নেওয়া যায় না।’ কথা শুনে বোঝাই যাচ্ছে যে পাক হকি খেলোয়াড়রা তাঁদের বর্তমান সরকারের জার্যকলাপে বেশ ক্ষুব্ধ হয়েছে। এমনকি তাঁরা দাবি জানিয়েছে, প্রকাশ্যে সরকারকে ক্ষমা চাইতে হবে তাঁদের থেকে। তবে এই ব্যাপারে মুখ খোলেনি সরকার।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর