বাংলাহান্ট ডেস্ক : ডুবতে বসেছে অর্থনীতি। তার উপরে আবার জাল নোটে ভরে গিয়েছে দেশ। এমতাবস্থায় এবার বড় সিদ্ধান্ত নিল পাকিস্তান (Pakistan)। অর্থনীতি চাঙ্গা করে তুলতে এবার মুদ্রায় বড়সড় বদল আনতে চলেছে পাক (Pakistan) সরকার। কাগজের বদলে এবার প্লাস্টিকের তৈরি নোট বাজারে আনতে চলেছে শাহবাজ শরিফ প্রশাসন।
নতুন নোট আনছে পাকিস্তান (Pakistan) সরকার
পাকিস্তানের (Pakistan) কেন্দ্রীয় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের গভর্নর জামিল আহমেদ সম্প্রতি পাক সংসদে নতুন নোট বাজারে আনার বিষয়টি উত্থাপন করেন। সেনেট কমিটির সামনে তিনি বলেছেন, বর্তমানে চালু থাকা নোটগুলির নিরাপত্তা বাড়ানো হবে জালিয়াতি ঠেকানোর জন্য। চলতি মাসের মধ্যেই বর্তমান সমস্ত নোটেই নতুন সিকিউরিটি ফিচার আনার কাজ সম্পূর্ণ করা হবে বলেও জানান তিনি।
পুরনো নোটে নতুন নকশা: তিনি আরো জানিয়েছেন, পুরনো নোটে নতুন করে নকশার কাজ শেষ হলেই বাজারে নিয়ে আসা হবে ১০, ৫০, ১০০, ১০০০ এবং ৫০০০ হাজার টাকার নোট। পাঁচ বছর পর পুরনো নোট বন্ধ করা হবে বলে খবর কমিটি সূত্রে। এই নতুন নকশায় হলোগ্রাম রাখা হবে বলে জানা গিয়েছে। এতে জাল নোট সহজে চিহ্নিত করা যাবে বলে আশাবাদী পাক (Pakistan) কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আরো পড়ুন : আতঙ্কের আবহ বাংলাদেশে! এরই মধ্যে চিন্ময় কৃষ্ণকে নিয়ে বড় ‘দুঃসংবাদ’, ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের হিন্দুরা
আসছে নতুন প্লাস্টিকের নোট: পুরনো নোটে নতুন নকশার পাশাপাশি নতুন প্লাস্টিকের নোটও চালু করা হবে বলে জানিয়েছে পাক (Pakistan) কেন্দ্রীয় ব্যাঙ্ক। জানা যাচ্ছে, এই নোটগুলি তৈরি হবে পলিমার প্লাস্টিক দিয়ে। তবে এই নোটগুলি নিয়ে আপাতত পরীক্ষা নিরীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আপাতত কম মূল্যের পলিমার প্লাস্টিকের নোট প্রথমে বাজারে আনা হবে। পাক জনতা বিষয়টা কেমন ভাবে গ্রহণ করছে তার উপরে ভিত্তি করে পরবর্তীতে বেশি মূল্যের নোট বাজারে আনা হবে।
আরো পড়ুন : হিন্দুদের ওপরে নির্যাতনের জের! বাংলাদেশিদের জন্য হোটেল পরিষেবা বন্ধের সিদ্ধান্ত ভারতের এই রাজ্যে
প্রসঙ্গত, জাল নোটের সমস্যার কারণে ৫ হাজার টাকার নোট বন্ধ করার দাবি উঠেছে পাকিস্তানে (Pakistan)। তাই এই পলিমার প্লাস্টিকের নোটের পরিকল্পনা। আসলে পলিমার প্লাস্টিকের নোটে নিরাপত্তা ব্যবস্থা থাকে উন্নত। পলিমারের তৈরি হওয়ায় এই নোট ছাপানো যথেষ্ট ব্যয়সাপেক্ষ। তাই এই নোট জাল করা বেশ কঠিন। পাশাপাশি পলিমার প্লাস্টিকের তৈরি হওয়ায় সহজে ছিঁড়েও যাবে না এই ধরণের নোট।