চা বাদে লস্যি, ছাতু খাও! পয়সা বাঁচাতে দেশের জনগণকে আজব ফরমান দেউলিয়া পাকিস্তানের

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশজুড়ে দেউলিয়া পরিস্থিতি অব্যাহত পাকিস্তানে। বিশাল ঋণের বোঝা কাঁধে নিয়ে বর্তমানে দেশ চালানোই মুশকিল হয়ে পড়েছে আর এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য একের পর এক অদ্ভুত সকল নিয়ম লাঘু করে চলেছে পাকিস্তান সরকার।

সম্প্রতি পড়ুয়াদের নতুন পাঠ্যপুস্তক দেওয়ার ব্যাপারে অসম্মতি প্রকাশ করে তারা আর এবার আমদানির পিছনে খরচ বাঁচানোর জন্য জনগণের ‘চা’ পানে নিয়ন্ত্রণ আনতে চলেছে পাক সরকার। কিন্তু হঠাৎ এই পানীয়তে কেন রাশ টানতে চলেছে তারা?

জানা গিয়েছে, চা আমদানিতে বর্তমানে পাকিস্তান অন্যান্য সকল দেশগুলির মধ্যে শীর্ষস্থান দখল করে রয়েছে। বিশ্বের একাধিক দেশ থেকে চা-এর আমদানির পিছনে পাকিস্তান সরকারের অনেক টাকা খরচ হয়ে যায় বলে খবর। ফলে বর্তমান সময়ে দাঁড়িয়ে ঋণের বোঝা কমাতে অবশেষে এই পানীয়ের আমদানিতে কোপ মারতে চলেছে পাক সরকার। ইতিমধ্যেই তাদের দ্বারা একটি নির্দেশিকা জারি করে প্রত্যেক নাগরিককে দিনে অন্তত এক থেকে দু কাপ চা কম পান করার নির্দেশ পর্যন্ত দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চায়ের পরিবর্তে লস্যি কিংবা ছাতু ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার।

তাদের মতে, লস্যি এবং ছাতু ব্যবহার করলে এগুলির উৎপাদন যেমন বাড়বে, ঠিক তেমনভাবেই চা বাবদ খরচ অনেকটাই বাঁচবে সরকারের, যা আদতে ঋণের বোঝা অনেকাংশে কমাবে বলে মত বিশেষজ্ঞদের। এছাড়াও সেই নির্দেশিকায় দেশে চায়ের উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে দেশে ‘চা’ পাতা উৎপন্ন করা গেলে অন্যান্য দেশের ওপর নির্ভর করে থাকতে হবে না। বর্তমানে অবশ্য সংকটময় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পাক সরকারের এহেন নীতি সাধারণ মানুষকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে বলেই মনে করা হচ্ছে।


Sayan Das

সম্পর্কিত খবর