গিলগিট-বালটিস্তান ছিনিয়ে নিতে পারে ভারত! সেই আশঙ্কায় ৩০০ কোটি টাকা বরাদ্দ করল পাকিস্তান সরকার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারত নতুন নিয়ম জারি করার পর থেকেই, পিওকে এবং গিলগিট-বালটিস্তান (Gilgit-Baltistan) সম্পর্কে পাকিস্তান (pakistan) কিছুটা ভয়ে ভয়ে রয়েছে। যার কারণে, গলা অবধি আর্থিক ঋণে ডুবে থাকার পরও, গিলগিট-বালটিস্তানের উন্নতি প্রসঙ্গে ৩০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে পাক সরকার ইমরান খান।

গিলগিট-বালটিস্তানের উপর নিজের অধিকার কায়েম রাখতে, আর্থিক সংকটে ডুবে থাকা পাকিস্তান, ৩০০ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। এই অর্থ গিলগিট-বালটিস্তানের পর্যটন ও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করবে বলে জানিয়েছেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)।

সূত্রের খবর, পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এবং পরিকল্পনা, উন্নয়ন, সংস্কার বিষয়ক মন্ত্রী আসাদ উমর শনিবার গিলগিটে গিয়ে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথাবার্তা বলেন। আগামী ৫ বছরের মধ্যে গিলগিট-বালটিস্তান উন্নতি খাতে সরকারের ঘোষিত ৩০০ কোটি টাকার আর্থিক প্যাকেজের কথা বলেন।

এপ্রসঙ্গে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘চীন-পাকিস্তান করিডোর গঠনের মধ্য দিয়ে গিলগিট-বালটিস্তানের উন্নয়নের একটি সুবর্ণ সময় শুরু হয়েছে। এই প্রকল্পের ফলে সুবিধা পাবেন এই এলাকার বাসিন্দারা। এই অঞ্চলের উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করার নির্দেশও দিয়েছেন কর্মকর্তাদের’।

মন্ত্রী ফাওয়াদ চৌধুরী অভিযোগ করেছেন, ‘জম্মু কাশ্মীরের মতই গিলগিট-বালটিস্তানকে নিয়ে ভারত সরকার ষড়যন্ত্র করছে। তবে ভারত সরকারের সেই ষড়যন্ত্র, এই এলাকার মানুষ এবং পাক সরকার কোনদিনই তা সফল হতে দেবে না। ইমরান সরকার গিলগিট-বালটিস্তানকে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রীয়র মর্যাদা দেওয়ার লক্ষ্যেই এগোচ্ছে’।

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী আসাদ উমর জানিয়েছেন, ‘গিলগিট-বালটিস্তানের উন্নতির জন্য পাক সরকার সর্বোতভাবে চেষ্টা জারি রেখেছে। মানুষের অগ্রগতির লক্ষ্যে এই এলাকার স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট, বিদ্যুৎ, জল পরিষেবার উন্নতির চেষ্টা করছেন ইমরান খান’।

X