মার্কিন সাংবাদিকের হত্যাকারীদের মুক্তি দিল পাকিস্তান, ফোনে তুলোধোনা করলেন আমেরিকার বিদেশমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ সন্ত্রাসবাদ, আতঙ্কবাদের আঁতুড়ঘর পাকিস্তান (pakistan)- এই মূল সত্যকে আরও একবার প্রমাণ করে দিল ইমরান খানের দেশ পাকিস্তান। সম্প্রতি আমেরিকার (america) সাংবাদিক ড্যানিয়েল পলের হত্যাকারীদের মুক্তি দিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এই ঘটনায় প্রবলভাবে ক্ষিপ্ত হয়ে আমেরিকা জানিয়েছে- এখানে সত্যের সঙ্গে পুরোপুরি অন্যায় করা হয়েছে।

বিভিন্ন সময় দেখা গেছে, সন্ত্রাসবাদ, আতঙ্কবাদের উৎস সেই পাকিস্তান। দুস্কর্ম করে সন্ত্রাসবাদীরা গিয়ে আশ্রয় নিচ্ছে সেই পাকিস্তানে। বারবার পাকিস্তানকে সন্ত্রাসমুক্ত থাকার হুঁশিয়ারি দিয়েও কোন লাভ হচ্ছে না। ঘুরিয়ে ফিরিয়ে পাকিস্তান সেই আতঙ্কবাদকেই মদত দিয়ে চলেছে।

blinken2 696x392 1

মার্কিন সাংবাদিকদের হত্যাকারীদের মুক্তি দেওয়ার বিষয়ে মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন, পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সঙ্গে টেলিফোনে কথা বলেন। আমেরিকার সাংবাদিক ড্যানিয়েল পলের হত্যাকারীদের কেন মুক্তি দেওয়া হল, সেবিষয়েও আলোচনা করেন।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের এই রায় প্রসঙ্গে মার্কিন বিদেশমন্ত্রী অভিযোগ করে বলেন, এই রায় সম্পূর্ণভাবে আতঙ্কবাদীদের দ্বারা নিগৃহীতদের কাছে অপমানের। পাশাপাশি তিনি আবেদন করেছিলেন, যাতে সাংবাদিক ড্যানিয়েল পলের হত্যাকারীদের যথাযোগ্য শাস্তি দেওয়া হয়।

Daniel pearl highres

২০০২ সালে যখন মার্কিন সাংবাদিক ড্যানিয়েল পল পাকিস্তানের গোয়েন্দা এজেন্সি ISI এবং আলকায়দার বিষয়ে গোপনে সূত্র একত্রিত করছিলেন, তখন তাঁকে করাচিতে থেকে অপহরণ করে তাঁকে হত্যা করা হয়েছিল। এই ঘটনায় অভিযুক্ত নাসিম, শেখ আদিল, সালমন সাকিবের বিরুদ্ধে যাবজ্জীবনের সাজা শোনানো হলেও, সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই অপরাধীদের মুক্তি দেওয়ার ঘোষণা করে। এই সিদ্ধান্তে বেজায় চটে গিয়েছে মার্কিন প্রশাসন।


Smita Hari

সম্পর্কিত খবর