নজির গড়ে”কোলহি” হলেন পাকিস্তানের হিন্দু বিচারপতি

 

অমিত সরকার
জানুয়ারি মাসে সুমন পওয়ন বোদানি নামে এক হিন্দু মহিলা পাকিস্তানে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। বিবিসিকে এক সাক্ষাৎকারে সুমন জানান, তিনি সিন্ধুপ্রদেশের এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছেন। জীবনে দারিদ্র্যকে অনেক কাছ থেকে দেখেছেন তিনি। পাকিস্তানে বর্তমানে ৭৫ লাখ হিন্দুর বাস। তাঁদের সিংহভাগের বসতি সিন্ধুপ্রদেশেই।

IMG 20190907 WA0033

পাকিস্তানের সিন্ধুপ্রদেশে পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেকটর পদে যোগ দিলেন এক হিন্দু মহিলা। পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, পুষ্পা কোলহি নামের এক মহিলা প্রবেশিকা পরীক্ষায় পাশ করে সিন্ধু প্রদেশে পুলিশ আধিকারিক হিসেবে যোগ দিয়েছেন। মানবাধিকার কর্মী কপিল দেব টুইটারে এই বার্তা প্রথম জানান।


সম্পর্কিত খবর