একাধারে অভিনেতা-ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী, চিন নিন পাকিস্তানের সবথেকে ধনী হিন্দুকে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আজ আমরা পাকিস্তানের (Pakistan) এমন এক নাগরিকের সম্পর্কে আপনাদের জানাতে চলেছি যিনি একাধারে অভিনেতা (Actor), ফ্যাশন ডিজাইনার (Fashion Designer) ও ব্যবসায়ী (Businessman)। এছাড়াও পাকিস্তানের সবথেকে ধনী হিন্দু এই ব্যক্তিত্ব। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর মন্তব্য এক প্রকার ঝড় তুলেছে বলাই যায়।

পাকিস্তানের (Pakistan) এক হিন্দু ধনী ব্যবসায়ীর গল্প

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে মানুষ অনেক সুখী। ওখানকার মানুষ মনখুলে হাসতে পারে। মহিলারা রাস্তায় নির্ভয় চলাফেরা করে, বাইক চালাতে পারে, সাইকেল চালিয়ে কাজে যেতে পারে। ফুচকাওয়ালার হাতেও ট্যাব দেখা গিয়েছে। মানুষের জীবন অনেক গতিময়।’ দীপক পারওয়ানির এহেন মন্তব্য ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়।

Pakistan hindu richest actor businessman

পাকিস্তানের (Pakistan) বহু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই হিন্দু ব্যবসায়ীকে নিয়ে শুরু করেন ট্রোল। যদিও এসব সমালোচনাকে পাত্তা দিতে নারাজ দীপক। পাকিস্তানের এক স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার দীপক পারওয়ানি। সিন্ধের এক হিন্দু পরিবারে ১৯৭৪ সালে জন্ম দীপকের। মাত্র ২০ বছর বয়সেই দীপক শুরু করেন ব্যবসা।

আরোও পড়ুন : সঞ্জয়কে না দিলেও, ‘এই’ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন বিচারক দাস! কোন মামলায় জানেন?

কিছুদিনের মধ্যেই স্থাপন করে ফেলেন তাঁর নিজস্ব ব্র্যান্ড ‘ডিপি’। পাকিস্তান জুড়ে ব্রাইডাল ও ফরম্যাল কুর্তা তৈরিতে বেশ নামডাক রয়েছে দীপকের। মার্সিডিজ বেঞ্জ, হুগো বস, বেনসন হেজেসের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথেও কাজ করেছেন দীপক পারওয়ানি। এমনকি বিশ্বের সবথেকে বড় কুর্তা তৈরি করে রেকর্ড তৈরি করে ফেলেছেন পাকিস্তানের এই হিন্দু ব্যবসায়ী।

Pakistan hindu richest actor businessman

শুধু ফ্যাশন জগত নয়, পাকিস্তানের রুপালী পর্দাতে জমিয়ে অভিনয়ও করেছেন দীপক। মেরে পাস পাস, পঞ্জাব নেহি যাউঙ্গি, কাদুরতের মতো ধারাবাহিকে অভিনয় করে বেশ খ্যাতি অর্জন করেন তিনি। একটি তথ্য বলছে, দীপকের বার্ষিক আয় প্রায় ৭১ কোটি টাকার কাছাকাছি। অনেকেই মনে করেন দীপক পারওয়ানিই পাকিস্তানের সবথেকে ধনী হিন্দু।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X