পাকিস্তানে হবে এশিয়া কাপ ২০২২, বিস্ফোরক দাবি পাক বোর্ড কর্তার

বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বজুড়ে করোনা উদ্বেগের জন্য এই বছর এশিয়া কাপ (Asia Cup) বাতিল হয়ে গিয়েছে। এই বছর এশিয়া কাপ (Asia Cup) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দুটিই বাতিল করতে বাধ্য হয়েছে আইসিসি। তার একমাত্র কারণ করোনা ভাইরাস। তবে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ওয়াসিম খান বিস্ফোরক দাবি করে বসলেন। তিনি বললেন আগামী বছর অর্থাৎ 2021 এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় এবং তার পরের বছর অর্থাৎ 2022 এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে।

এই বছর অর্থাৎ 2020 এশিয়া কাপ (Asia Cup) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু সেই সময় সারা বিশ্বজুড়ে ব্যাপক আকার ধারণ করে করোনা ভাইরাস। আর তার ফলে এশিয়ার সবথেকে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ স্থগিত করে দেয় এশিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন।

cover 1591689861asia cup icc cover

আগামী বছর অর্থাৎ 2021 এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শ্রীলঙ্কায়। 2021 সালের জুন মাস থেকে শ্রীলঙ্কার মাটিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। আর এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সেকিউটিভ ওয়াসিম খান দাবি করে বসলেন 2022 সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতে।

123 4

উল্লেখ্য, 2020 সালে পাকিস্তানে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিসিসিআইয়ের তরফে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় তারা পাকিস্তানে গিয়ে কোন প্রকার ক্রিকেট খেলবে না। কারণ 2009 সালে পাকিস্তান সফরে গিয়েছেন শ্রীলঙ্কা, সেই সময় শ্রীলঙ্কা টিম বাসের উপর ভয়াবহ জঙ্গি হামলা হয় তারপর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। এখন এইটাই দেখার 2022 সালে পাকিস্তানে যদি এশিয়া কাপের আসর বসে তাহলে ভারত সেখানে খেলতে যায় কিনা? সেক্ষেত্রে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে এশিয়া কাপ।


Udayan Biswas

সম্পর্কিত খবর