বাংলা হান্ট ডেস্ক: প্রায় ২৮ বছর পর ICC টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিকে (ICC Champions Trophy) জমকালো করে তুলতে প্রচুর টাকা খরচ করে স্টেডিয়ামও মেরামত করেছে। কিন্তু, BCCI টিম ইন্ডিয়াকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছে পাকিস্তান। ভারতীয় ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্ট এশিয়া কাপের মতো একটি “হাইব্রিড মডেল”-এ পরিচালনা করার দাবি করেছে। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এর জন্য প্রস্তুত নয়। যেকোনও মূল্যে তারা এই টুর্নামেন্টের আয়োজন করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু, উভয় বোর্ডই তাদের দাবিতে অনড়। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে যে এভাবে চলতে থাকলে ICC ও PCB-র কাছে কি বিকল্প থাকবে এবং পাকিস্তানে এর কি প্রভাব পড়বে?
পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy)?
ICC এবং PCB-র কাছে কোনও কি অপশন রয়েছে: জানিয়ে রাখি যে, ১৯৯৬ সাল থেকে পাকিস্তানে কোনও ICC টুর্নামেন্ট আয়োজন করা হয়নি। এর পেছনে নিরাপত্তা ব্যবস্থা একটি বড় কারণ। তবে, গত কয়েক বছরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো বড় দল পাকিস্তান সফর করেছে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজনের মাধ্যমে, PCB নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে তার ভাবমূর্তি সম্পূর্ণভাবে উন্নত করতে চেয়েছিল। কিন্তু BCCI তা বন্ধ করে দিয়েছে।
তবে, ভারতের এহেন প্রত্যাখ্যানের পরে, টিম ইন্ডিয়াকে সরিয়ে শ্রীলঙ্কাকে অষ্টম দল হিসেবে সেখানে এন্ট্রি করার দাবি তোলা হয়। কিন্তু, ভারতীয় দল ছাড়া ICC-র কোনও টুর্নামেন্ট সফল হতে পারে না। এর পেছনে কারণ হচ্ছে ব্রডকাস্টিং থেকে আসা অর্থ। আসলে, টিম ইন্ডিয়ার প্রচুর ফ্যান-ফলোয়িং রয়েছে। যার কারণে দর্শকের সংখ্যা এবং উপার্জন উভয়ই বৃদ্ধি পায়। এদিকে, এই টুর্নামেন্টের ব্রডকাস্টিং রাইটসও ভারতীয় সংস্থার কাছে রয়েছে।
এমতাবস্থায় এই বিতর্কে PCB ও ICC-র কাছে মাত্র ৩ টি বিকল্প রয়েছে। প্রথমত, পাকিস্তান ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেল গ্রহণ করা উচিত এবং টুর্নামেন্টের ফাইনাল এবং সেমিফাইনাল সহ ১৫ টি ম্যাচের মধ্যে ৫ টি সংযুক্ত আরব আমিরশাহী বা অন্য কোনও দেশে স্থানান্তর করা উচিত। দ্বিতীয়ত, ICC-র উচিত পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অন্য কোনও দেশে স্থানান্তর করা। এদিকে, তৃতীয় এবং চূড়ান্ত বিকল্প হল এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা।
আরও পড়ুন: সমুদ্র নয়, দিঘায় এবার নয়া আকর্ষণ! ভিড় জমাচ্ছেন পর্যটকরা, জানলে হয়ে যাবেন খুশি
PCB মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে: জানিয়ে রাখি যে, PCB যদি এই বিকল্পগুলির মধ্যে কোনও একটি বেছে নেয়, সেক্ষেত্রে তারা অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে। এদিকে, পাকিস্তানের সর্বোচ্চ আয় ভারতের ম্যাচ থেকে আসবে। কিন্তু হাইব্রিড মডেল গ্রহণ করলে বিরাট ক্ষতি হবে। পারিশ্রমিকও কমানো হবে। অন্যদিকে, ICC যদি পুরো টুর্নামেন্টের (ICC Champions Trophy) হোস্টিং অন্য কোনও দেশকে দেয়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তার নাম প্রত্যাহার করতে পারে। তাতেও সমস্যার সম্মুখীন হচ্ছে PCB। ICC তখন পাকিস্তানকে নিষিদ্ধ করে অন্য দলকে অন্তর্ভুক্ত করতে পারে।
আরও পড়ুন: হাসিনাকে ফেরাতে মরিয়া চেষ্টা ইউনূস সরকারের, এবার করা হল ইন্টারপোলে আবেদন
একইসঙ্গে, চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে পাকিস্তান শুধু হোস্টিং ফি হারাবে না, স্টেডিয়াম মেরামতি করতে যে খরচ হয়েছে তাও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, এই তিনটি পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতি হতে পারে ৬৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৫৪৮ কোটি টাকা।