সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে রাষ্ট্রসঙ্ঘের চাপে পাকিস্তান, ওদিকে যুদ্ধে হেরে যাওয়ার আশঙ্কায় ভয়ে ভীত ইমরান

 

বাংলা হান্ট ডেস্ক :বিদেশমন্ত্রকের এক মুখপাত্র এ প্রসঙ্গে জানান, কোনও রকম প্ররোচনা ছাড়াই বার বার একই কাজ করে চলেছে পাকিস্তান। ওই মুখপাত্র আরও জানিয়েছেন, শুধু সংঘর্ষ বিরতি লঙ্ঘন নয়, জঙ্গি অনুপ্রবেশের মতো বিষয়গুলিকে পাকিস্তানের সামনে তুলে ধরা হয়েছে।

এ বছরেই ২ হাজার ৫০ বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। আর তাতে মৃত্যু হয়েছে ২১ জনের। জানাল বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে পাকিস্তানকে সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘন অবিলম্বে বন্ধ করতে বলল নয়াদিল্লি।

Imran khan sad

এ বার ভারতও  সঙ্ঘর্ষবিরতি লঙ্ঘনের প্রসঙ্গ তুলে পাকিস্তানকে পাল্টা চাপে রাখার কৌশল নিল। ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার নিয়ে যখন আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান, ঠিক তার পরই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ফের ভারতকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে তারা।

কাশ্মীর ইস্যু নিয়ে ভারত এবং পাকিস্তানের কূটনৈতিক উত্তাপ চড়ছে। এই আবহেই ফের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতের সঙ্গে প্রথাগত যুদ্ধ হলে পাকিস্তান যে হেরে যেতে পারে তা মেনে নিয়েছেন ইমরান। তার পরই তিনি বলেন, ‘যখন একটি পরমাণু শক্তিধর দেশ আমৃত্যু লড়াই করে তখন তার কিছু প্রভাব তো পড়বেই।’

সম্প্রতি আল জাজিরা টিভি-কে দেওয়া সাক্ষাৎকার দেন ইমরান। তিনি বলেন, ‘‘পাকিস্তান কখনই যুদ্ধ শুরু করবে না, এবং এটা পরিষ্কার যে আমি এক জন শান্তিবাদী। আমি যুদ্ধ-বিরোধী। আমি বিশ্বাস  করি যুদ্ধ কোনও সমস্যারই সমাধান করতে পারে না।’’

সম্পর্কিত খবর