বিজেপি নেতার মন্তব্যের পর চরম সমস্যায় চীন আর পাকিস্তান

বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বুধবার জম্মু কাশ্মীরকে বিশেষ রাজ্যের তকমা দেওয়া ৩৭০ ধারা বিলুপ্ত করার জন্য নির্দেশ দেন। রাষ্ট্রপতির মঞ্জুরির পর এবার এই বিল আইন রুপে লাগু হয়ে যাবে। আর এর মধ্যে বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব রাম মাধবের একটি বড় বয়ান সামনে এসেছে। রাম মাধব বুধবার বলেন, পাক অধিকৃত কাশ্মীর (PoK) আর আকসাই চীন অখণ্ড ভারতের অংশ। উনি বলেন গোটা কাশ্মীরই ভারতের অবিচ্ছেদ্দ অংশ। সাংবিধানিক দিক থেকে কাশ্মীর প্রথম থেকেই ভারতের অংশ ছিল।

ram

রাম মাধব বলেন, অন্য দেশের অধিকৃত অংশ গুলোকে ফিরিয়ে আনার সংকল্প পাশ হয়েছে। উনি বলেন, ১৯৯৪ সালে সংসদে সর্বসম্মতি ভাবে এই সংকল্প পাশ হয়েছিল। উনি বলেন, এটা কোন একটি দলের বিষয় না, এটা গোটা দেশের বিষয়। রাম মাধব বলেন, প্রথমে ৩৭০ ধারায় ৪০ এর বেশি সংশোধন হয়েছিল। তখন কেউ এটা নিয়ে আওয়াজ তোলেনি।

রাম মাধব বলেন, বিজেপি ৩৭০ ধারায় প্রথমবার সংশোধন করেছে। উনি বলেন, গোটা প্রক্রিয়া বিঁধি সম্মত ভাবে এবং আইন মেনেই করা হয়েছে। আরেকদিকে কাশ্মীরের নেতাদের নজরবন্দি করার প্রশ্নে রাম মাধব বলেন, পলিটিক্যাল ডিসিশন সামান্য ইস্যু। আমাদের দলের নেতাদেরও অনেক রাজ্যে এটির সন্মুখিন হতে হবে। অনেকবার এই সিদ্ধান্ত পরিস্থিতি দেখে নেওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে, নেতাদের উপর থেকে নজরদারি সরিয়ে ফেলা হবে।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর