প্রবল খাদ্য সংকটে পাকিস্তান! গম, সবজি, চিকেনের অগ্নিমূল্যে মাথায় হাত ইমরান সরকারের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনার পর এবার খাদ্য সংকটে ভুগছে পাকিস্তান (Pakistan)। প্রথম থেকেই আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ইমরান খানের (Imran khan) দেশ পাকিস্তানে এখন খাদ্য শস্য অগ্নিমূল্য। কোন কিছুতেই হাত দেওয়া যাচ্ছে না। ডাল, রুটি, গম, চিনি, সবজি সব কিছুরই আকাশ ছোঁয়া দাম দেখে নাজেহাল পাকিস্তানবাসী। দাম বেড়েছে চিকেনেরও।

একলাফে বেড়েছে চিকেনের দাম
করোনা ভাইরাস কিছুটা আয়ত্তের মধ্যে চলে এসেছে পাকিস্তানে। দীর্ঘ লকডাউন পর্ব পার করে এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিকের পথে এগোচ্ছে। শুরু হয়েছে বিয়ের মরশুম। পাশাপাশি আয়োজিত হচ্ছে অন্যান্য অনুষ্ঠানও। অনুষ্ঠান বাড়ির মেনুতে চিকেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম। কিন্তু প্রায় ১ সপ্তাহ আগে যে চিকেনের দাম ছিল ৯০-১১০ টাকা প্রতি কেজি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৯০-২১০ টাকা। যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার অনেক উর্দ্ধে চলে গেছে।

রাশিয়া থেকে আনতে হবে গম
পাকিস্তানে আগে এক কেজি গম ২০ থেকে ২২ টাকায় পাওয়া যেত। কিন্তু এই নতুন করে আবারও বাজার চালু হওয়ায় এক কেজি গমের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। পাক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, সরকার কোনমতেই ৪০ কেজি গম ২৪০০ টাকা মূল্যের কমে নামাতেই পারছে না।

রেকর্ড দাম বৃদ্ধি হয়েছে গমের ক্ষেত্রে। সরকার আশঙ্কা করছে এইভাবে চলতে থাকলে, ডিসেম্বরে আরও ভয়াবহ আকার ধারণ করবে। তাই রাশিয়া থেকে গম এনে গমের চাহিদা পূরণ করার পরিকল্পনা করেছেন পাক সরকার ইমরান খান।

অগ্নিমূল্য সবজির বাজার
গম, চিকেনের পাশাপাশি পাকিস্তানের সবজির বাজারও অগ্নিমূল্য। কোন কিছুতেই হাত দিতে পারছেন না সাধারণ মানুষেরা। সব কিছুরই দাম আকাশ ছোঁয়া। আলুর দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি কেজি ৭৫ টাকা। এদিকে টমেটো বিক্তি হচ্ছে প্রতি কেজি ১৫০ টাকা করে। আদার দাম পড়ছে প্রায় ৬০০ টাকা কেজি এবং পেঁয়াজের দাম শুনলেই চোখে জল আসছে পাকিস্তানবাসীর, দাম প্রায় ৯০ টাকা প্রতি কেজি।

সম্পর্কিত খবর

X