ফের চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে পাকিস্তান! উল্লেখযোগ্য হারে কমল বৈদেশিক মুদ্রার ভান্ডার

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক সঙ্কট যেন পিছু ছাড়ছে না পাকিস্তানের (Pakistan)। কখনও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় আবার কখনও বা অর্থনৈতিক সঙ্কটে রীতিমতো জর্জরিত সেই দেশ। এমতাবস্থায়, ফের একটি চাঞ্চল্যকর পরিসংখ্যান সামনে এল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (State Bank Of Pakistan) বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২৭ মিলিয়ন ডলার হ্রাস পেয়েছে।

এমতাবস্থায়, বর্তমানে পাকিস্তান একই সাথে তিনটি ফ্রন্টে লড়াই করছে। একদিকে সে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে অন্যদিকে টিটিপির সন্ত্রাসবাদী হামলার ঘোষণায় সরকারের ঘুমও ভেঙেছে। সেই আবহেই ফের অর্থনৈতিক সঙ্কটের মুখোমুখি শরীফের দেশ।

বর্তমানে মোট ফরেক্স রিজার্ভ ৭.৪৯ বিলিয়ন ডলার: এই প্রসঙ্গে গত বৃহস্পতিবার সন্ধ্যেনাগাদ স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে যে, গত ২৫ নভেম্বরে শেষ হওয়া সপ্তাহে, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৭.৪৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এমতাবস্থায়, ওই বিবৃতি উদ্ধৃত করে সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বহিরাগত ঋণ পরিশোধের কারণেই এই ঘাটতি এসেছে।

পাশাপাশি, পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে, বাণিজ্যিক ব্যাঙ্কগুলির কাছ মোট বৈদেশিক রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে ৫.৮৭ বিলিয়ন ডলার। পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের মতে দক্ষিণ এশিয়ার ওই দেশটির কাছে মোট লিকুইড বৈদেশিক রিজার্ভের পরিমান দাঁড়িয়েছে প্রায় ১৩.৩৭ বিলিয়ন ডলারে।

5c93edbbb5414

বৈদেশিক মুদ্রার ভান্ডার কমছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পাকিস্তানের মুদ্রার ভান্ডার ক্রমাগত কমছে। এমতাবস্থায়, ২০২২ সালের আগস্টে প্রকাশিত তথ্য অনুসারে, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার একটি বড় পতনের সাথে ৭.৮৩ বিলিয়ন ডলারে নেমে আসে। এমনকি, ২০১৯ সালের পর এটাই ছিল পাকিস্তানে বৈদেশিক মুদ্রার সর্বনিম্ন স্তর। তারপরও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছিল যে, ঋণ পরিশোধ বৃদ্ধি এবং বহিরাগত অর্থের অভাবের কারণে বৈদেশিক মুদ্রার ভান্ডার হ্রাস পায়। এদিকে, আগস্টের পরিসংখ্যানে, সাপ্তাহিক ভিত্তিতে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার ৫৫৫ মিলিয়ন ডলার বা ৬.৬ শতাংশ হ্রাস পেয়েছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর