কাল থেকে আরম্ভ চলতি T-20 বিশ্বকাপের সেমিফাইনাল, অধিনায়কদের ফর্ম নিয়ে চিন্তায় ৪ দলই

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল থেকে আরম্ভ হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে একে অপরের মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। এখনো অবধি ওডিআই এবং টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচবার কোন বিশ্বকাপ সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছে দুই পক্ষ। এর মধ্যে তিনবার জয় পেয়েছে পাকিস্তান এবং দুবার জিতেছে নিউজিল্যান্ড। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে একবার মাত্র মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং পাকিস্তান। সেবার অবশ্য বাজি মেরেছিল এশিয়ার দলটিই।

অপরদিকে ১০ই নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে ভারত এবং ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রায় দশ বছর পরে একে অপরের মুখোমুখি হবে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সাক্ষাৎ ঘটেছে মোট তিনবার। এর মধ্যে দুবারই ম্যাচের ফলাফল গিয়েছে ভারতের পক্ষে। এই সেমিফাইনালগুলিতে নামার আগে চারটি দলেরই মূল চিন্তা দলের অধিনায়কের ফর্ম। চার দলের কোনও অধিনায়কই এখনো অবধি বিশ্বকাপে নিজেদের পরিচিত ছন্দ খুঁজে পায়নি। সকলেই আশা করবেন সেমিফাইনাল আরম্ভ হলে তারা নিজেদের পুরনো এবং পরিচিত ছন্দ খুঁজে পাবেন। একবার দেখে নেওয়া যাক সামগ্রিকভাবে চার দলের অধিনায়কের চলতি বিশ্বকাপের পারফরম্যান্স।

রোহিত শর্মা:
ইনিংস- ৫
রানসংখ্যা- ৮৯
স্ট্রাইক রেট- ১০৯.৮৮
গড়- ১৭.৮০

কেন উইলিয়ামসন:
ইনিংস- ৪
রানসংখ্যা- ১৩২
স্ট্রাইক রেট- ১১৮.৯২
গড়- ৩৩

জস বাটলার:
ইনিংস- ৪
রানসংখ্যা- ১১৯
স্ট্রাইক রেট- ১৩২.২২
গড়- ২৯.৭৫

বাবর আজম:
ইনিংস- ৫
রানসংখ্যা- ৩৯
স্ট্রাইক রেট- ৬১.৯০
গড়- ৭.৮০


Reetabrata Deb

সম্পর্কিত খবর