ফের বেইজ্জত পাকিস্তান, সৈন্য অনুশীলনের আমন্ত্রণ প্রত্যাহার ১০৩ দেশের! মুখ পুড়ল শরীফের

বাংলাহান্ট ডেস্ক: সময়টা মোটেও ভাল যাচ্ছে না পাকিস্তানের (Pakistan)। একে চূড়ান্ত অর্থসঙ্কটে ভুগছে। তার উপর আন্তর্জাতিক স্তরে অপমানিত হতে হচ্ছে তাদের। তুরস্কের (Turkey) ভূমিকম্পের পর সেখানে যেতে চেয়েছিলেন পাক প্রধানমন্ত্রী সাহবাজ শরিফ (Shahbaz Sharif)। কিন্তু তুরস্কের তরফে তাঁকে বারণ করে দেওয়া হয়। আবারও একবার মুখ পুড়ল পাকিস্তানের। 

পাকিস্তান নৌবাহিনীর সবচেয়ে মর্যাদাপূর্ণ অনুষ্ঠান হল ‘আমান’ অনুশীলন (Exercise Aman)। এতে অংশগ্রহণ করার জন্য ১১০টি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল তারা। কিন্তু অধিকাংশ দেশই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। জানিয়ে রাখি, ১০ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান নৌবাহিনীর (Pakistan Navy) এই অনুশীলন অনুষ্ঠান শুরু হচ্ছে। এতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল ১১০টি দেশকে। 

exercise aman

কিন্তু এই প্রস্তাব নাকচ করে দিয়েছে ১০৩টি দেশই! মাত্র সাতটি দেশ এই মহড়ায় যোগ দিচ্ছে। তারা তাদের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন পাঠাচ্ছে। ‘আমন’ অনুশীলনে পাকিস্তান নৌবাহিনীর দ্বারা আয়োজিত একটি গুরুত্বপূর্ণ মহড়া। চার দিন ধরে এটি চলবে। প্রতি বছর দু’বার করে অনুষ্ঠিত হয় এটি। 

কিন্তু পাকিস্তানের স্বভাবের জন্য তারা আজ আন্তর্জাতিক স্তরে বঞ্চিত। তারা অনেকটাই পিছিয়ে পড়েছে বাকি দেশগুলির থেকে। তাই অধিকাংশ দেশই পাকিস্তানের প্রস্তাবে সাড়া দেয়নি। যা আরও একবার বুঝিয়ে দিল, আন্তর্জাতিক স্তরে ঠিক কতটা বিচ্ছিন্ন হয়েছে জিন্নার দেশ। 

বিগত কয়েক বছর ধরেই এই মহড়া অনুষ্ঠানে অংশগ্রহণ কমছে। পাকিস্তানের বিভিন্ন অনৈতিক কার্যকলাপের ফলেই তারা বিশ্ব দরবারে প্রাসঙ্গিকতা হারিয়েছে। ১০৩টি দেশ আরও একবার পাকিস্তানের চোখে আঙুল দিয়ে যেন সেটিই দেখিয়ে দিল। ২০২৩ সালের আমানে অংশ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), চিন (China), শ্রীলঙ্কা (Sri Lanka), ইন্দোনেশিয়া (Indonesia), মালয়েশিয়া (Malaysia), ইতালি (Italy) এবং জাপান (Japan)।

pakistan warship

কিন্তু চিন বাদে বাকি প্রত্যেকটি দেশ নামমাত্র উপস্থিতি দেবে। ভারতের (India) মালাবার অনুশীলনে (Malabar Exercise) মার্কিন নৌবাহিনী একটি সম্পূর্ণ যুদ্ধ দল পাঠায়। যার মধ্যে থাকে একাধিক জাহাজ সহ একটি পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী। কিন্তু পাকিস্তানে তারা মাত্র একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে।

এই মহড়া অনুষ্ঠানে অংশ নিতে পারে তুরস্কও। কিন্তু ভূমিকম্পের ফলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তাই এখনও অবধি তুরস্কের থেকে কোনও দল এসে পৌঁছয়নি। তুরস্ক পাকিস্তানের সোচ্চার সমর্থক। তাই তাদের দলে বেশ কয়েকটি জাহাজ এবং একটি বিমান থাকার কথা ছিল। যদিও ভূমিকম্পের পর তুরস্ক এই অনুশীলনে অংশ নেবে কিনা তা পরিষ্কার নয়।   

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর