“ব্রহ্মস-কে থামানোর ক্ষমতা আমাদের নেই”, নিজের দেশের দুর্বলতা মেনে নিলেন পাক প্রতিরক্ষা বিশেষজ্ঞরা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারতের (India) সাথে সাম্প্রতিক সামরিক সংঘর্ষের পর পাকিস্তানের সামরিক দুর্বলতা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনা প্রধান সৈয়দ আসিম মুনির যতই গর্ব করুন না কেন, ভারত দেখিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের ভেতরে প্রত্যাঘাতের পাশাপাশি এবং তার কৌশলগত অবস্থানগুলি ধ্বংস করতে পারে। গত ৭ মে ভারত পাকিস্তানের বিরুদ্ধে “অপারেশন সিঁদুর” শুরু করে। সেই সময়ে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (PoK)-এ জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করে ভারত। এরপর, যখন পাকিস্তানি সেনাবাহিনী ভারতে আক্রমণ করার চেষ্টা করে, প্রথমে তা ব্যর্থ করা হয় এবং তারপর প্রতিশোধ হিসেবে, পাকিস্তানের প্রধান বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়ে পাকিস্তানকে তার যোগ্য জবাব দেওয়া হয়।

ভারতের (India) ব্রহ্মসকে ভয় পায় পাকিস্তান:

এমতাবস্থায়, এখন পাকিস্তানের বিশেষজ্ঞরাও বিশ্বাস করতে শুরু করেছেন যে ভারতের (India) অস্ত্র মোকাবিলা করার ক্ষমতা তাঁদের নেই। ইতিমধ্যেই পাকিস্তানের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা বিশ্লেষকরা প্রকাশ করেছেন যে ভারতের আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলিকে বাধা দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই। এদিকে, বিশেষজ্ঞরা মূলত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য সংস্করণের কথা উল্লেখ করেছেন। পাকিস্তানি মিডিয়া প্ল্যাটফর্মে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইকরামুল্লাহ ভাট্টি এবং পাকিস্তান বিমান বাহিনীর এয়ার কমোডর আদিল সুলতান স্বীকার করেছেন যে পাকিস্তানের কাছে বর্তমানে এমন কোনও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা ব্রহ্মস-এ-এর মত ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারে।

Pakistan is afraid of India BrahMos update.

ব্রহ্মস ভারতের নিখুঁত অস্ত্র হয়ে উঠেছে: জানিয়ে রাখি যে, ভারতীয় (India) বিমান বাহিনী সম্প্রতি পাকিস্তানি বিমান ঘাঁটিতে হামলার সময়ে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভারতীয় বিমান বাহিনীর একটি বিপজ্জনক অস্ত্র। যার সুপারসনিক গতি, নির্ভুলতা এবং ৪০০ কিলোমিটারেরও বেশি রেঞ্জ রয়েছে। এই ক্ষেপণাস্ত্রের মোতায়েনের ফলে ভারতীয় যুদ্ধবিমান শত্রুর আকাশসীমায় প্রবেশ না করেই গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

আরও পড়ুন: মাত্র ৪ মাসেই ভারতের টেস্ট দলে বিপুল পরিবর্তন! বাদ পড়লেন বর্ডার-গাভাস্কার ট্রফিতে থাকা ৭ তারকা

ব্রহ্মসের কোনও উত্তর নেই পাকিস্তানের কাছে: এমতাবস্থায়, একটি বেসরকারি পাকিস্তানি চ্যানেলে ভাট্টি বলেন, “আজ, পাকিস্তানে এমন কোনও ব্যবস্থা নেই যা একবার উৎক্ষেপণ করা ব্রহ্মস-এ ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে পারে। ওই ক্ষেপণাস্ত্রের গতি, গতিপথ এবং কম উচ্চতার প্রোফাইল ওই ক্ষেপণাস্ত্র আমাদের সিস্টেমগুলির সাথে মোকাবিলা করা প্রায় অসম্ভব করে তোলে।” প্রাক্তন এয়ার কমোডর এবং প্রতিরক্ষা বিশ্লেষক আদিল সুলতানও এই চ্যালেঞ্জ স্বীকার করেছেন এবং বলেছেন যে একবার এই ধরণের ক্ষেপণাস্ত্র আকাশে উড়ে গেলে, প্রতিক্রিয়ার জন্য খুব কম বিকল্প অবশিষ্ট থাকে।

আরও পড়ুন: বিরাট অ্যাকশন লালুপ্রসাদের! বড় ছেলে তেজ প্রতাপকে দল থেকে করলেন বহিষ্কার, জানালেন কারণও

অর্থাৎ, সামগ্রিকভাবে ভারতের (India) ব্রহ্মস-এ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের জন্য এক বিরাট হুমকি হিসেবে প্রমাণিত হয়েছে। পাকিস্তান কার্যকরভাবে এটি বন্ধ করতে অক্ষম। এমন পরিস্থিতিতে, বিমানঘাঁটি থেকে শুরু করে কমান্ড সেন্টার এবং রাডার স্টেশন সহ পাকিস্তানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো বিপদের সম্মুখীন হয়ে রয়েছে। এই দুর্বলতাগুলির প্রকাশ পাকিস্তানের জন্য একটি সতর্কবার্তা। তবে বিশেষজ্ঞরা ভারতকে সতর্ক করে জানিয়েছেন যে, পাকিস্তানও এই ধরণের ক্ষমতা অর্জন করতে পারে। পাশাপাশি, তাঁরা ভারতকে সেই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও বলেছেন।

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X