তালিবানকে মান্যতা দিতে ব্যস্ত পাকিস্তানে জলের জন্য হাহাকার, এক ফোটার জন্য হাহুতাশ

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন লাগাতার তালিবানদের তরফদারি করতে ব্যস্ত, পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরেশি বিভিন্ন দেশ সফর করে বেড়াচ্ছেন তালিবানকে মান্যতা পাইয়ে দেওয়ার জন্য তখনই পাকিস্তানের নিজের সমস্যা ক্রমশ বাড়তে শুরু করেছে। এই মুহূর্তে কার্যত তীব্র জল সমস্যায় ভুগছে পাকিস্তান। সিন্ধু অঞ্চলে পানীয় এবং সেচের জলের সমস্যা ভীষণ তীব্র।

যার জেরে পাকিস্তানি প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন নালায় জলের প্রবাহ হ্রাস করতে বাধ্য হচ্ছে। জানা গিয়েছে এভাবে চলতে থাকলে আগামীদিনে পাকিস্তানের প্রায় ১০টি জেলায় দেখা দিতে পারে খরা। যার মধ্যে রয়েছে করাচিও। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই সিন্ধু অঞ্চলের তিনটি ব্যারেজে জল সমস্যা দেখা দিয়েছে। সেচের জন্য এখন সেখানে রোটেশন পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

শুধু সিন্ধুই নয় বালুচিস্তান অঞ্চলেও জলের তীব্র সংকট চলছে। যার জেরে প্রধান দুটি খাল রোহিড়ি এবং নারাতে ইতিমধ্যেই প্রবাহ হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আগামী দিনে কৃষিকাজ প্রবল ক্ষতির সম্মুখীন হবে বলেই মত বিশেষজ্ঞদের। সেচ মন্ত্রী শিয়াল বলছেন, প্রদেশের সেভাবে বৃষ্টি না হওয়ায় এই মুহূর্তে সেচের জলের জন্য সংকট দেখা দিয়েছে। মানুষের চাহিদা পূরণের জন্য সিন্ধুতেও সেভাবে জল অবশিষ্ট নেই।

taliban imran 1 1

জানা গিয়েছে বালুচিস্তানের প্রধান দুটি ব্যারেজ গুড্ডু ব্যারেজ ও সুক্কর ব্যারেজে জলের ঘাটতি রয়েছে। একদিকে যেমন গুড্ডু ব্যারেজে জলের ঘাটতি ৯% তেমনি সুক্কর ব্যারেজে জলের ঘাটতি প্রায় ৩৫℅। কোট্রি ব্যারেজে আগস্ট মাসের শুরুতেও ৯০০০ কিউসেক লিটার জল ছিল বর্তমানে কমে দাঁড়িয়েছে ৩৯৭ কিউবিক লিটারে। তাই দ্রুত পাকিস্তানের বৃষ্টি না হলে প্রবল খড়ার মুখে পড়বেন মানুষ।

 


Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর