বিশ্ব ব্যাঙ্কের কাছে আবার হাত পাতলো ইমরান খান, পাকিস্তান পাচ্ছে এত কোটি টাকার ঋণ

বাংলাহান্ট ডেস্কঃ ঋণের সাগরে ডুবে থাকা ইমরান খানের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড। বিদ্যুৎ ব্যবস্থা মেরামতের জন্য পাকিস্তানকে (pakistan) ১৪৮২ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ড। শনিবার এক বিবৃতি জারি করে বিশ্বব্যাংক জানিয়েছে, ‘ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি অগমেন্টেশন প্রজেক্ট (ইডিইআইপি) বিতরণ কোম্পানিগুলোকে বিদ্যুৎ সরবরাহ পরিচালনা করতে এবং বৈদ্যুতিক গ্রিডের নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করবে’।

আর জানানো হয়েছে, রাজস্ব বৃদ্ধি, খরচ, লাভ, ক্ষতি, প্রযুক্তি এবং তথ্য সিস্টেম সম্মতির মাধ্যমে অপারেটিং সিস্টেমের আধুনিকীকরণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। জলবায়ু সহনশীল অবকাঠামো, বিশেষ করে গ্রিড স্টেশন এবং ট্রান্সমিশন লাইনে উন্নয়নের জন্যও প্রকল্পের অধীনে বিনিয়োগ করা হবে, যা বিতরণ এবং ভোক্তা পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ’।

Imran khan 00 768x384 2

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (পাকিস্তান) নাজি বেনহাসিন জানান, ‘বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কোম্পানিগুলির সক্ষমতার উপর নির্ভর করবে জ্বালানি খাতের আর্থিক অবস্থা কতদিন শক্তিশালী থাকবে। উৎসাহিত করবে ব্যক্তিগত অংশীদারিত্বকেও’।

আর্থিক সংকটে থাকা পাক সরকার এর আগেও সাহায্যের জন্য সৌদি আরবের কাছে আর্থিক সাহায্য চেয়েছিল। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাক সরকারের অনুরোধে পাকিস্তানকে তিন বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আর্থিক সাহায্য করে সৌদি আরব।

আবার ৪ ঠা থেকে ১৫ ই অক্টবরের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ-র কাছে এক বিলিয়ন ডলার ঋণ দেওয়ার অনুরোধ করলেও, নাকচ হয়ে যায় ইমরান খানের আর্জি।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর