রণক্ষেত্র পাকিস্তান! ইমরানের বাড়ি ঘিরে সশস্ত্র পুলিস! প্রাক্তন পাক PM-কে বাঁচাতে সংগ্রাম চালাচ্ছে PTI

বাংলা হান্ট ডেস্ক : ধুন্ধুমার পাকিস্তান (Pakistan)। কিছুতেই আত্মসমর্পণ করবেন না তিনি। ধরাও দেবেন না। প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান (Imran Khan) বাঁচাতে বুধবার সকাল পর্যন্ত পুলিসের সঙ্গে লড়াই করছে ইমরান খানের সমর্থকরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তেহরিক-ই-ইনসাফ (PTI) এর সমর্থকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিসের।

পরে বিক্ষোভকারীদের সরিয়ে জামান পার্ক এলাকায় ইমরান খানের বাড়ি ঘিরে ফেলে পুলিস। কিন্তু রাত পর্যন্তও গ্রেফতার করা যায়নি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। আজ সকালে আরও বিরাট বাহিনী নিয়ে এসেছে পুলিস। এদিকে ইমরানকে বাঁচাতে মরিয়া তাঁর সমর্থকরাও। দুই পক্ষের লড়াইয়ে রীতিমতো ভয়ংকর চেহারা নিয়েছে জামান পার্ক এলাকা।

ইমরানের বাড়ির চারপাশে জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই সমর্থক। তাদের সঙ্গে শুরু হয়েছে পাকিস্তান পুলিসের খণ্ডযুদ্ধ। চলছে পাথরবৃষ্টি। পুলিসও জলকামান, কাঁদানে গ্যাসের সেল নিয়ে তৈরি। পুলিসের অভিযোগ, পিটিআই সমর্থকরা পুলিসকে লক্ষ্য করে পাথর ছুড়েছে। গোটা পুলিসবাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন ইসলামাবাদের ডিআইজি সাহজাদ বুখারি। তিনি বলেন, ‘আমাদের হাতে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কিন্তু সরকারি কাজে বাধা দিচ্ছেন পিটিআই কর্মীরা।’

Untitled design 2022 06 29T191620.138

গত সোমবার, ইমরানের বিরুদ্ধে ইসলামাবাদের দুটি আদালত জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার একটি হল প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরকারি সম্পত্তি অল্প দামে হাতিয়ে নেওয়ার অভিযোগ। আর অপরটি হল, প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় সফরে গিয়ে পাওয়া বহুমূল্যের উপহার সামগ্রী ইমরান অল্প টাকায় কিনে নিজের কাছে রেখে দিয়েছেন। নিয়ম হল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হিসাবে পাওয়া উপহার সামগ্রী রাষ্ট্রীয় তোষাখানার জমা করতে হয়।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় পাক সংসদ তাঁর সদস্যপদ খারিজ করে দিয়েছে। তিনি আগামী ছয় বছর কোনও নির্বাচনে লড়াই করতেও পারবেন না। তবে ইমরান খানে অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক হিংসা ও শত্রুতার জন্য তাঁর বিরুদ্ধে ৭৪টি মামলা করেছে বর্তমান পাক সরকার।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর