পাকিস্তান কোন শত্রু দেশ না! ভারতের সেনাই নিজেদের মানুষদের মারছেঃ চিত্রনাট্যকার তপন বসু

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিকতা সংশোধন আইনের (CAA) বিরুদ্ধে গোটা ভারত জুড়ে বিরোধ প্রদর্শন হচ্ছে। আর এই বিরোধ প্রদর্শন বিভিন্ন জায়গায় হিংসাত্মক রুপ নিয়ে নিয়েছে। আজই মুর্শিদাবাদের জলঙ্গিতে সিএএ বিরোধী হিংসাত্মক প্রদর্শনিতে মৃত্যু হয়েছে দুজনার। এই ঘটনার পর গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের নেতার দিকে।

আরেকদকে সিএএ এর বিরোধিতার নামে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া নামের একটি মুসলিম সংগঠন গোটা দেশ জুড়ে অশান্তি ছড়ানোর জন্য ১৩৪ কোটি টাকা ফান্ড দিয়েছিল বলে অভিযোগ উঠেছে। এই গোটা ঘটনার তদন্ত করছে ইডি। সিএএ বিরোধী প্রতিবাদ দেখাতে গিয়ে অনেকেই অনেক বেফাঁস মন্তব্য করে বসেছে। আর সেই ক্রমে নাম জড়াল চিত্রনাট্যকার তপন বসুর (Tapan Bose)।

চিত্রনাট্যকার তপন বসু ভারতীয় সেনাকে আক্রমণ করে বলেন। ভারতীয় সেনা নিজের দেশের মানুষদেরই মারছে। উনি বলেন, ভারতীয় সেনা আর পাকিস্তানি সেনার মধ্যে কোন পার্থক্য নেই। দুই দেশের সেনাই নিজেদের দেশের মানুষদের মারে। তপন বসু বলেন, পাকিস্তান কোন শত্রু দেশ না, ভারত আর পাকিস্তানের শাসক প্রায় একই। দুই দেশের সেনাও এক। পাকিস্তানের সেনা নিজেদের মানুষদের মারে, আর ভারতীয় সেনা ভারতের মানুষদের মারে, এদের মধ্যে কোন পার্থক্য নেই।

আপনাদের জানিয়ে রাখি, বৃহৎ সংখ্যায় মুসলিম মহিলারা জন্তর মন্তরে সিএএ আর এনআরসি এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। দিল্লীর জন্তর মন্তরে NRC, NPR আর CAA এর বিরুদ্ধে এই প্রতিবাদী সভায় এই বিতর্কিত বক্তব্য দেন চিত্রনাট্যকার তপন বসু।

X