ট্রাম্পের বিরাট চাল! আরও সঙ্কটে পড়ল “কাঙাল” পাকিস্তান

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন মুলুকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর মসনদে ফেরার পর থেকেই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। এবার এই বিশেষ সিদ্ধান্তে বিপদে পড়েছে পাকিস্তান (Pakistan)। স্বাস্থ্য থেকে বিদ্যুৎ বন্ধ হচ্ছে বিভিন্ন প্রকল্প। আর তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে শরীফের। ঠিক কোন সিদ্ধান্তে সমস্যায় পড়েছে পাকিস্তান?

এবার আর্থিক সঙ্কট শুরু পাকিস্তানের (Pakistan):

সম্প্রতি, বিভিন্ন দেশের জন্য আমেরিকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অর্থাৎ USAID (ইউএসএইড) আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে। তবুও এটি সাময়িক কালের জন্য বন্ধ করা হয়েছে। আগামী ৯০ দিনের জন্য ওই সমস্ত আর্থিক সাহায্য বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। আর ট্রাম্পের এই সিদ্ধান্তেই শনির দশা শুরু হয়েছে পাকিস্তানে (Pakistan)। সাময়িক আর্থিক সাহায্য বন্ধ করার কারণেই বহু প্রকল্প বন্ধ হতে চলেছে।

Pakistan is suffering from financial crisis

ঠিক কোন কোন প্রকল্প বন্ধ হতে চলেছে পাকিস্তানে: জানা গিয়েছে, আমেরিকার আর্থিক সহায়তার দ্বারাই পাকিস্তানে (Pakistan) এএফসিপি প্রকল্প চলত। মূলত এই প্রকল্পের মাধ্যমে  দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ এবং সুরক্ষা নিশ্চিত করা হত। কিন্তু USAID আর্থিক সাহায্য বন্ধ করে দেওয়ায় এই প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে। এছাড়াও পাকিস্তানে বিদ্যুৎ সংক্রান্ত পাঁচটি প্রকল্প চলত এই সংস্থার ভরসায়। সেগুলোও বন্ধ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রকল্প গুলি হচ্ছে- পাওয়ার সেক্টর ইমপ্রুভমেন্ট অ্যাকটিভিটি, পাকিস্তান প্রাইভেট সেক্টর এনার্জি অ্যাক্টিভিটি, এনার্জি সেক্টর অ্যাডভাইসরি সার্ভিসেস প্রজেক্ট, ক্লিন এনার্জি লোন পোর্টফোলিয়ো গ্যারান্টি প্রোগ্রাম এবং পাকিস্তান ক্লাইমেট ফাইনান্সিং অ্যাকটিভিটি। 

আরও পড়ুন: তৈরি হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম! কেন্দ্রের সাহায্য নিয়ে মোদীকেই টেক্কা দেবে এই রাজ্য

শুধু তাই নয় একই সাথে বন্ধ হয়েছে, অর্থনৈতিক উন্নয়নমূলক চারটি প্রকল্পও। সংবাদমাধ্যম অনুযায়ী জানা গিয়েছে, পাকিস্তানের (Pakistan) স্বাস্থ্য, কৃষি, খাদ্যসুরক্ষা, পরিবেশ, বন্যা এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে  প্রকল্পের কাজ থমকে গিয়েছে। তবে এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, আগামী দিনে আমেরিকা আর্থিক সাহায্য যদি পুরোপুরি বন্ধ করে দেয় সেক্ষেত্রে বিরাট সঙ্কটের মুখে পড়তে হতে পারে ইসলামাবাদকে। এখন থেকেই সিঁদুরে মেঘ দেখছে আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: সত্যি হল আশঙ্কা, শেষ হচ্ছে জি এর টপার সিরিয়াল! নতুন মেগায় ফিরছেন নায়ক

জানিয়ে রাখা ভালো শুধু পাকিস্তানই (Pakistan) নয় ট্রাম্পের এহেন সিদ্ধান্ত বিশ্বের বিভিন্ন দেশগুলির ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে ট্রাম্পের এই সিদ্ধান্তে কোন কোন দেশ সমস্যার মুখে পড়তে চলেছে সে বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই পাকিস্তানের মতো বাংলাদেশের অবস্থা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, ৯০ দিনের এই সাময়িক আর্থিক সাহায্য বন্ধ করায় ঠিক কোন কোন দেশগুলি সমস্যার সম্মুখীন হয়।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর