বাংলাহান্ট ডেস্ক : দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও মজবুত করতে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। এবার ভারতের (India) প্রতিরক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত, ভারত সরকারের নয়া সিদ্ধান্তে বড় দুশ্চিন্তায় পড়বে পাক সেনা ও আইএসআই। প্রতিরক্ষা মন্ত্রকের এহেন উদ্যোগে উপকৃত হতে চলেছে ভারতের বায়ু ও পদাতিক সেনা দুপক্ষই।
ভারতের (India) ভয়ে কাঁপছে পাকিস্তান
সূত্রের খবর, ভারতের (India) প্রতিরক্ষা মন্ত্রক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের পাল্লা ৩০০ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ৮০০ কিলোমিটার করতে চলেছে। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) হাতে আসতে চলেছে এই ধরনের ২৫০টি ক্ষেপণাস্ত্র। জানা যাচ্ছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল। ক্যাবিনেট কমিটির চূড়ান্ত ছাড়পত্র মিললেই কেল্লাফতে।
আরও পড়ুন : পরীক্ষার খাতায় ‘ব্ল্যাক ম্যাজিক’! কীভাবে যোগ্যরা হয়ে যাচ্ছেন অযোগ্য? সামনে চাঞ্চল্যকর তথ্য
একাধিক সূত্র দাবি করেছে, পাকিস্তানের (Pakistan) কথা মাথায় রেখে নয়া ব্রহ্মস মোতায়েন করা হতে পারে উত্তর-পশ্চিমে থর মরুভূমিতে। পাশাপাশি, LOC-র উঁচু বরফ ঢাকা পার্বত্য এলাকাতেও চিনা সেনার মোকাবিলায় বসানো হবে ব্রহ্মস। অত্যাধুনিক বেশি পাল্লার ব্রহ্মসের প্রয়োজনীয়তা বেশ কিছুদিন ধরেই অনুভব করছিল দেশের বায়ুসেনা ও পদাতিক বাহিনী। সেই দাবিকে মান্যতা দিয়েই এবার নয়া সিদ্ধান্ত মন্ত্রকের।
আরও পড়ুন : হাইকোর্টের ডোজেই হল কাজ! তড়িঘড়ি শিক্ষক নিয়োগ শুরু করল রাজ্য, শিক্ষাদফতর
ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস মিসাইল (Brahmos Missiles) দীর্ঘদিন ধরে সীমান্ত রক্ষার কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এমনকি দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে সবথেকে সফল ও কার্যকরী হিসেবে জায়গা করে নিয়েছে ব্রহ্মস। দেশের মাটিতে উৎপাদনের পাশাপাশি, বিদেশেও ব্রহ্মস রপ্তানি শুরু করেছে ভারত (India)। ইতিমধ্যেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র পৌঁছে গিয়েছে ফিলিপিন্সে। এমনকি একাধিক দেশ ভারতের থেকে ব্রহ্মস কেনার আগ্রহও দেখিয়েছে।
ব্রহ্মস নেক্স জেনারেশনের মিসাইলের কাজও দ্রুততার সাথে চলছে উত্তরপ্রদেশের লখনউ-তে ব্রহ্মস এয়েরোস্পেসের কারখানায়। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি টু স্টেজ মিসাইল এই ব্রহ্মস। এই মিসাইলের প্রপেলান্ট ইঞ্জিন শব্দের থেকেও তিন গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম। শত্রুপক্ষের রেডারে এই সুপারসনিক মিসাইলের সন্ধানও পাওয়া যায় না। বহুদূর থেকে নিখুঁত নিশানায় আক্রমণ চালিয়ে নিমেষে ঘায়েল করে দিতে পারে শত্রু পক্ষকে।