কথায় কথায় উঠছে ভারতের নাম! এই অঞ্চল হাতছাড়া হয়ে যাবে পাকিস্তানের? চিন্তা বাড়ছে শরীফের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সালটা ১৯৭১। ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে নিজেদের স্বাধীনতা ছিনিয়ে আনে পূর্ব পাকিস্তান। পাকিস্তান ভেঙে গঠিত হয় নতুন রাষ্ট্র বাংলাদেশ। এবার ফের দেশভাগের চিন্তা রাতের ঘুম কেড়েছে পাকিস্তানের (Pakistan)। বালোচিস্তানের বিদ্রোহী গোষ্ঠীর একের পর এক আক্রমণে চোখে রীতিমতো সর্ষে ফুল দেখছে পাক প্রশাসন।

পাকিস্তানের (Pakistan) উড়ছে ঘুম:

এই পরিস্থিতিতে বালোচ বিদ্রোহীদের মদত দেওয়ার অভিযোগে ভারতের বিরুদ্ধে সুর চড়াল পাকিস্তান (Pakistan)। গতকাল পাকিস্তানের বিদেশ মন্ত্রকের একটি বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সন্ত্রাসবাদে উৎসাহ দিচ্ছে ভারত।’ পাক সরকারের অভিযোগ, ভারতের সহযোগিতায় বালোচিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বিদ্রোহীরা।

আরও পড়ুন : ছিঃ ছিঃ! শেষমেশ এই কাজ করে বসল পাকিস্তান? রেগে লাল ভারত, ইসলামাবাদকে ধুয়ে দিল দিল্লি

বালোচিস্তানের স্থিতিশীলতা নষ্টের নেপথ্যে হাত রয়েছে ভারতের (India)। ১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান ভেঙে গঠিত হয় স্বাধীন বাংলাদেশ। সেই ক্ষত এখনও দগদগে ইসলামাবাদের মনে। এই পরিস্থিতিতে বালোচ বিদ্রোহীরা যেভাবে পাকিস্তানের মাটিতে সক্রিয় হয়ে উঠেছে, তাতে ফের একবার দেশভাগের গন্ধ পাচ্ছে পাক প্রশাসন।

আরও পড়ুন : প্রথম ম্যাচেই বিপত্তি, বৃষ্টির কারণেই পণ্ড হবে KKR বনাম RCB ম্যাচ? চিন্তা বাড়ছে অনুরাগীদের

পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্রের দাবি, ‘জাফর এক্সপ্রেস হামলার ঘটনার নিন্দা করেনি ভারত।’ গত সপ্তাহেও পাক বিদেশ মন্ত্রকের তরফে এই ধরনের ভিক্তিহীন অভিযোগ আনা হয় ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের সেই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল দিল্লিও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গত ১৪ মার্চ বলেন, ‘বিশ্ব সন্ত্রাসবাদের উৎসস্থল কোথায় সেই সম্পর্কে সবাই অবগত। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও ব্যর্থতার জন্য পাকিস্তানের অন্যের দিকে আঙুল না তুলে উচিত নিজদের সংশোধন করা।’

প্রসঙ্গত, গত ১১ মার্চ বোলান গিরিপথের কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে শোরগোল ফেলে দেয় বালোচ বিদ্রোহীরা। জানা যায়, পণবন্দিদের উদ্ধারকার্য চলার সময়ে তীব্র গুলির লড়াইয়ে প্রাণ যায় কমপক্ষে ৩০ জন পাকিস্তানি সেনার (Pakistan Army)।

Pakistan is tensed for this case.

পাল্টা ৩৩ জন বিএলএ যোদ্ধা এই সংঘর্ষে নিহত হয়েছে বলে দাবি করে পাক প্রশাসন। যদিও পাক সরকারের এই দাবি উড়িয়ে বিএলএ দাবি করে, ২১৪ জন বন্দিকে হত্যা করেছে তারা। বালোচিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি জানায়, বালোচিস্তানের স্বাধীনতা সংগ্রামে শত্রুর সাথে লড়াইয়ে ১২ জন যোদ্ধা বরণ করেছেন শহীদের মৃত্যু।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X