পাকিস্তান হল আতঙ্কবাদের কেন্দ্র, UN এর রিপোর্টে কবুল করলেন ইমরান খান

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) বিরুদ্ধে ক্রমাগত আতঙ্কবাদী হামলায় সামিল থাকা পাকিস্তান (Pakistan) হল সন্ত্রাসের আঁতুড় ঘর। জাতিসঙ্ঘের এক প্রতিবেদনে এমন কথাই স্বীকার করলেন পাক সরকার ইমরান খান (Imran Khan)। তাঁর এই উক্তিকে ঘিরে এখন নিশানা করছে ভারত।

ভারত এবং আফগানিস্তানের মধ্যেকার সম্পর্ককে খারাপ করার উদ্যেশ্যে পাকিস্তান প্রায় ৬৫০০ জঙ্গি সন্ত্রাস চালিয়েছে আফগানিস্তানে। প্রায় এক হাজার জঙ্গি জইশ ই মহম্মদর ও লস্কর ই তৈবারের জঙ্গি সদস্য রয়েছে ওই দলে।

imran 10

পাকিস্তান সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু
পাক সরকার ইমরান খান গত বছরই এক বিবৃতি দেওয়ার সময় জানিয়েছিলেন, পাকিস্তানের প্রায় ৩০-৪০ হাজার জঙ্গি রয়েছে। যারা বিভিন্ন দিকে আতঙ্ক ছড়াচ্ছে বলে মনে করছে ভারত সরকার। সমগ্র বিশ্বই জানে পাকিস্তান সন্ত্রাসের কেন্দ্রবিন্দু। সেই কারণে পাক সরকারকে সন্ত্রাসবাদ কাজে মদত দেওয়া থেকে সরে আসার হুঁশিয়ারি বার্তা দিয়েছে দিল্লী।

আফগানিস্তানেও আতঙ্ক ছড়াচ্ছে পাকিস্তানি সেনা
আতঙ্কবাদীরা পাকিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাসবাদের কাজকর্ম চালায়। প্রশিক্ষণ নিয়ে ভারতের সীমানা অতিক্রম করে অবৈধভাবে প্রবেশ করতে চায়। ভারতে প্রবেশ করে আতঙ্ক ছড়াতে চায় তারা। জাতিসংঘের এক রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তানে অভিযান চালানো সন্ত্রাসীদের মধ্যে ৪৫০০ জন পাকিস্তানের বাসিন্দা। যাদের মধ্যে প্রায় এক হাজার জঙ্গি জইশ ই মহম্মদর ও লস্কর ই তৈবারের জঙ্গি রয়েছে।

nusra fighters002 e1474379268864

পাক সরকার আতঙ্কবাদীদের মদত দিচ্ছে
আতঙ্কবাদীদের ঘাটির খবর নিয়ে পাক সরকারের উচিত, তাঁদের এই কাজ করতে বাধাপ্রদান করা। কিন্তু তা না করে উল্টে সে নিজেই মদত দিচ্ছে বলেও বহুবার অভিযোগ উঠেছে। কিন্তু এবার পাক সরকারের বিবৃতি প্রকাশ্যে আসাতেই নিন্দার ঝড় উঠতে থাকে।

Smita Hari

সম্পর্কিত খবর