ভারতের ট্রেনের বগি ব্যবহার করছে পাকিস্তান, ফেরত দেওয়ার অনুরোধও কানে তুলছে না ইমরান খান

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানের (pakistan) শোচনীয় অবস্থার চর্চা গোটা বিশ্বে হয়। ক্রমাগত ঋণের সাগরে ডুবে যেতে থাকা পাকিস্তানের অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। বর্তমান দিনে পাকিস্তানের অবস্থা এতোটাই শোচনীয় হয়ে গেছে যে, ট্রেনের বগি (Train carriage) লাগানোর অর্থও নেই তাদের কাছে।

ভারত থেকে পাকিস্তানগামী ট্রেন সমঝোতা এক্সপ্রেস (Samjhauta Express) এবং মালগাড়ির ২১ টি বগিকে বিগত দেড় বছর ধরে ব্যবহার করছে পাক সরকার। ভারতীয় রেলমন্ত্রকের পক্ষ থেকে বার কয়েক হুঁশিয়ারি দেওয়ার পরও পাকিস্তান সেই বগিগুলো ফেরত দিচ্ছে না।

vbckdk

সমঝোতা এক্সপ্রেস শেষবারের মত ২০১৯ সালের ৭ ই আগস্ট ভারত থেকে পাকিস্তানে যাওয়ার পর ৮ ই আগস্ট পাক সরকার এই ট্রেনেটি বন্ধ করে দেয়। এরপর থেকে ওই ট্রেনের ১১ টি বগি এবং একটি মালগাড়ির ১০ টি বগিও পাকিস্তানে আটকা পড়ে যায়।

সিমলা সমঝোতার পর ১৯৯৪ সাল থেকে সপ্তাহে দুদিন করে আটারি এবং লাহোরের মধ্যে এই সমঝোতা এক্সপ্রেস চলত। বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যেকার সংঘর্ষের মধ্যেও এই ট্রেন থামেনি। কিন্তু ভারত ৩৭০ ধারা রদ করার পর থেকেই পাক সরকার এই সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে সেখানে থাকা ট্রেনের বগিগুলো নিজেদের কাজে লাগাচ্ছে।

আটারি রেলওয়ের পক্ষ থেকে ভারতীয় রেলমন্ত্রক বিগত দেড় বছরে দুবার পাকিস্তান সরকারকে অনুরোধ করেছে। কিন্তু পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন উত্তর মেলেনি। বর্তমান সময়ে এই ট্রেন পাকিস্তান সরকার বন্ধ করে দিলেও, ট্রেনের বগিগুলো নিজেদের ট্রেনের সঙ্গে লাগিয়ে কাজ করছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর