কর্ণাটকে কংগ্রেস জেতার পরই স্লোগান উঠল ‘পাকিস্তান জিন্দাবাদ!’ দেশ জুড়ে সমালোচনার ঝড়

বাংলা হান্ট ডেস্ক : কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে (Bharatiya Janata Party) কার্যত পর্যুদস্ত করেছে কংগ্রেস (Congress)। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক (Karnataka) বিধানসভা নির্বাচনে কংগ্রেস ১৩৫ টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে। সেখানে বিজেপির প্রাপ্য আসন সংখ্যা মাত্র ৬৬। এদিকে ৫ বছর পর ফের ক্ষমতায় ফেরা কংগ্রেসের নেতা, কর্মী ও সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস দেখা যায়।

এমনই এক উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে কংগ্রেসের দলীয় পতাকা ও ইসলামি পতাকা হাতে সমর্থকদের ‘পাকিস্তান জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবীর’ এবং ‘আল্লাহু আকবর’ প্রভৃতি শ্লোগান দিতে শোনা গেছে। আর তখন সেখানে পুলিসকর্মীদেরও উপস্থিত থাকতে দেখা যায়। যা ঘিরে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। মিডিয়ায় বলা হচ্ছে,ভিডিওটি কর্ণাটকের বেলাগাভি এলাকার।

মিডিয়া রিপোর্টে জানা গেছে,কংগ্রেস দলের প্রার্থী আসিফ রাজু সাইত বেলগাভি উত্তর থেকে জয়ী হওয়ার পরে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে যে কংগ্রেস এবারে উগ্র ইসলামপন্থীদের কাছ থেকে ভোট পেতে সক্ষম হয়েছে। যে কারনে কংগ্রেসের বিজয় মিছিল থেকে ওই সমস্ত কট্টরপন্থী মানসিকতার লোকজন ‘পাকিস্থান জিন্দাবাদ’ শ্লোগান তোলে।

কর্ণাটকের নির্বাচনের আগে হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং দল’কে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে তুলনা করে রাজ্যে নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছিল কংগ্রেস। যা ঘিরে দেশ জুড়ে তুমুল বিতর্কের সৃষ্টি হলেও তার প্রভাব দেখা গেছে কংগ্রেসের ভোট ব্যাঙ্কে। মুসলমানরা এবারে কংগ্রেসকে এককাট্ট হয়ে ভোট দিয়েছে। প্রায় ৮২ শতাংশ মুসলিম ভোট পেয়েছে কংগ্রেস। যেখানে কর্ণাটকের গ্রামাঞ্চলের বিজেপির হিন্দু ভোটব্যাঙ্ক ভাগাভাগি হয়ে গেছে। ফলে কর্ণাটকের গ্রামাঞ্চলে কার্যত ধরাশায়ী হয়ে গেছে গেরুয়া শিবির।

দেশজুড়ে এই ভিডিও ভাইরাল হয়েছে। সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এরপরও পুলিস কোনও ব্যবস্থা নেয়নি বলে জানা যাচ্ছে। কংগ্রেসের পক্ষ থেকেও কোনও বিবৃতি দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে।


Sudipto

সম্পর্কিত খবর