ফের অগ্নিগর্ভ পাকিস্তান! এবার Samsung-র QR কোড দ্বারা নবীকে অপমানের অভিযোগে জ্বলছে করাচি

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) মোবাইল কোম্পানি Samsung দ্বারা পয়গম্বরকে অবমাননার অভিযোগ তুলে তেহরিক-ই-লাব্বাইক (TLP) সমেত বহু মৌলবাদী সংগঠনের সদস্যরা মোবাইল বাজারে তাণ্ডব শুরু করেছেন। বিক্ষোভকারীরা শহরের মোবাইল বাজারে ভাঙচুর করে এবং Samsung-র বিলবোর্ড উপড়ে ফেলে দেয়।

বিক্ষোভ শুধুমাত্র মোবাইল মার্কেটের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। Samsung কোম্পানির বিলবোর্ড  শহরের বিভিন্ন স্থানে অধিষ্ঠিত ছিল, আর সেখানেও সেগুলো কট্টরপন্থীদের রোষের মুখে পড়েছে। অভিযোগ, স্যামসাং তার ডিভাইসগুলিতে একটি QR কোড চালু করেছে, যা নিন্দাজনক এবং পয়গম্বরের অপমান। এর পর মৌলবাদীরা করাচির রাস্তায় নেমে আসে।

এরপর আবার একটি নতুন গুজব ছড়াতে শুরু করে, সেই গুজব অনুযায়ী  স্যামসাং মোবাইলের একজন কর্মী পয়গম্বরের অপমান করেছেন।, তিনি তার WiFi নেটওয়ার্কের এমন নাম রেখেছেন, যার জন্য পয়গম্বরের সম্মান ক্ষুণ্ণ হয়েছে।

যদিও, আসল অভিযোগ কী তা এখনও জানা যায়নি। তবে TLP এবং বাকি চরমপন্থী সংগঠনের সদস্যরা করাচির রাস্তায় স্যামসাং মোবাইলের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করা থেকে বিরত করেনি। উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর একজন পাকিস্তানি ব্যক্তি মার্কিন কোম্পানি 7UP-র বোতলে নবী মহম্মদের নাম সহ একটি QR কোড ছাপানোর অভিযোগ তুলে হুমকি দিয়েছিল।

ওই পাকিস্তানি ব্যক্তি পেপসি কোম্পানির ট্রাক চালককে হুমকি দিয়ে বলেছিলেন যে, যদি কোম্পানি 7UP কোল্ড ড্রিঙ্কের বোতল থেকে QR কোডটি সরিয়ে না দেয় তাহলে পরিণতি ভয়াবহ হবে। জিজ্ঞাসাবাদে, নিজেকে একজন মোল্লা বলে পরিচয় দেওয়া লোকটি জোর দিয়ে বলেছিল যে কিউআর কোডটি আসলে ‘নবী মহম্মদ’ এর নাম এবং কোম্পানি যদি সেটি সরিয়ে না দেয় তবে ট্রাকটি পুড়িয়ে দেওয়া হবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর