লাগাতার মিথ্যাচার, নীচতার সীমা অতিক্রম করে মন্দির-গুরুদ্বারা-চার্চকে নিশানা পাকিস্তানের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : নীচতার সীমা অতিক্রম করে গেল পাকিস্তান (Pakistan)। সংঘর্ষের মধ্যে অজস্রবার চুক্তি লঙ্ঘন করে শেলিং করেছে পাক সেনা। উপরন্তু ভারতের বিভিন্ন ধর্মীয় স্থানগুলিতে বেছে বেছে নিশানা করা হয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে এমনি তথ্য দিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি জানিয়েছেন, মন্দির গুরুদ্বারা, চার্চের মতো ধর্মীয় স্থানগুলিতে নিশানা করছে পাকিস্তান।

বেছে বেছে ধর্মীয় স্থানগুলিতে হামলা চালাচ্ছে পাকিস্তান (Pakistan)

শুক্রবার কর্ণেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রি। সেখানেই তিনি জানান, চুক্তি লঙ্ঘন করে অজস্রবার হামলা করেছে পাকিস্তান। তুরস্কের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা, যেগুলির মধ্যে অধিকাংশই নষ্ট করে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা। কিন্তু তবুও লজ্জা নেই পাকিস্তানের (Pakistan)। বেছে বেছে ধর্মীয় স্থানগুলিতে হামলা চালানো হচ্ছে জানান বিদেশ সচিব।

Pakistan keeps attacking temple gurudwara

আগে পুঞ্চের গুরুদ্বারায় হামলা চালানো হয়: তিনি এদিন বলেন, গুরুদ্বারা, মন্দির, চার্চগুলিকে বেছে বেছে নিশানা করা হচ্ছে। তবে দায়িত্ববান দেশের মতোই যোগ্য জবাব দিয়ে পাকিস্তানের (Pakistan) সব চক্রান্ত ব্যর্থ করে দিচ্ছে ভারত। সেই সঙ্গে তিনি বলেন, ধর্মীয় স্থানগুলিকে নিশানা করেও লাগাতার মিথ্যাচার করে চলেছে পাকিস্তান। তারা দাবি করছে, কোনো ধর্মীয় স্থানে তারা হামলা করেনি। বিক্রম মিস্রি বলেন, “আপনাদের নিশ্চয়ই মনে আছে, গতকাল আমি পুঞ্চে গুরুদ্বারায় হামলার কথা বলেছিলাম। সেই হামলার দায়ভার স্বীকার করার বদলে পাকিস্তান মিথ্যাচার করছে। তারা বলছে, ভারতের সশস্ত্র বাহিনী এবং বিমানবাহিনী অমৃতসরকে নিশানা করছে”।

আরো পড়ুন : পশ্চিমের হাল দেখেই কেঁপে অস্থির পূর্বের প্রতিবেশী, হিন্দুদের নিয়ে বড় সিদ্ধান্ত ইউনূসের

দায় স্বীকার না করে মিথ্যাচার পাকিস্তানের: বুধবার পুঞ্চে শিখ সম্প্রদায়কে নিশানা করে পরিকল্পিত হামলা চালায় পাকিস্তান (Pakistan)। বেশ কয়েকটি শিখ সম্প্রদায়ের মানুষের বাড়ি এবং গুরুদ্বারায় হামলা করা হয়। বিদেশ সচিব সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, মোট ১৬ জনের মৃত্যু হয় ওই হামলায়। কিন্তু পাকিস্তান (Pakistan) সেই হামলার দায় স্বীকার না করে মিথ্যাচার চালাচ্ছে বলে জানিয়েছেন বিদেশ সচিব।

আরো পড়ুন : দেশের অন্দরেও চাঞ্চল্যকর ঘটনা! ভারত-পাক সংঘর্ষের মাঝেই বড় পদক্ষেপের সিদ্ধান্ত শীর্ষ আদালতের

শুক্রবার আরো একটি তথ্য সামনে আনেন বিদেশ সচিব। তিনি জানান, ভারতের এয়ারস্ট্রাইক আটকাতে যাত্রীবাহী বিমানকে ঢাল হিসেবে ব্যবহার করছে পাকিস্তান। আকাশসীমা বন্ধ না করে নিরীহ সাধারণ মানুষের প্রাণ সঙ্কটে ঠেলে দিতেও দুবার ভাবছে না পাকিস্তান।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X