আমরা তৈরি! পাকিস্তান হায়দরাবাদের মাটিতে নামার পরেই হুঙ্কার ভারত অধিনায়ক রোহিত শর্মার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ওডিআই সিরিজের শেষ ম্যাচে ভারতীয় দল (Indian Cricket Team) হারলেও তাদের পারফরম্যান্স খুব একটা খারাপ ছিল না। এশিয়া কাপ জয় এবং ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়, পরপর দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা জিতে বেশ আত্মবিশ্বাস নিয়ে এবার বিশ্বকাপের (2023 ODI World Cup) প্রস্তুতি আরম্ভ করবে না রোহিত শর্মারা (Rohit Sharma)। এরই মধ্যে সব দল একে একে ভারতের মাটিতে উপস্থিত হতে শুরু করেছে। তাদের মধ্যে আজই ভারতের মাটিতে পা রেখেছে বাবর আজমের (Babar Azam) পাকিস্তান (Pakistan Cricket Team)।

আজ বাবর আজমরা দুবাই হয়ে পৌঁছন হায়দরাবাদে। সেখানে বিমানবন্দরের তাদেরকে ঘিরে উন্মাদনা ছিল দেখার মতন। খেলার মাঠে হয়তো ভারতীয় দলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তারা। কিন্তু তাই বলে ভারতীয় সমর্থকদের মধ্যে কোনও ঘৃণার ভাব দেখা যায়নি পাকিস্তান দলের প্রতি। বরং বেশ কয়েকবার বাবরের নামে এয়ারপোর্ট চত্বরে জয়ধ্বনি ওঠে।

বাবর আজমরা ভারতের মাটিতে পা রেখেই হয়তো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ ভারতীয় দলের পরাজয়ের খবর পেয়ে গিয়েছেন। ভারতের বিরুদ্ধে নামার আগে আরও দুটি ম্যাচ খেলতে হবে তাদের। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকেও। ফলে দুই দলের কাছেই অপর দলের সাম্প্রতিক ফর্মের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

rohit sharma

এশিয়া কাপে পাকিস্তান শোচনীয় পারফরম্যান্স করেছিল। কিন্তু তারপর কোনওরকম ওডিআই সিরিজ না খেলেই ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। যদিও তারা ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হওয়ার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এশিয়া কাপে খারাপ পারফরমেন্স করলেও বাবর আজম হুঙ্কার ছেড়ে এসেছেন পাকিস্তান থেকে যে তারা ভারতের মাটিতে কাপ জয় করতেই আসছেন। আজ সেই হুংকারের পাল্টা দিলেন রোহিত শর্মা।

আরও পড়ুন: এমন হলে বিশ্বকাপ জয় কঠিন হয়ে যাবে! BCCI-কে সতর্ক করলেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

ম্যাচ হারার পর সাক্ষাৎকারে গিয়ে রোহিত শর্মা বলেছেন, “এই ম্যাচটা হারতে হলেও দলের পারফরম‍্যান্স নিয়ে আমি সন্তুষ্ট। শেষ সাঁতারটা ওডিআইতে ছেলেরা দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমরা ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন ভিন্ন দলের মোকাবেলা করেছি। আমার মনে হয় আমরা যথেষ্ট ভালো প্রস্তুতি সেরে নিয়েছি। বিশ্বকাপে মাঠে নামার জন্য আমরা প্রস্তুত।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর