বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তান (Pakistan) ভুগছে ভারী আর্থিক সংকটে। বিগত কয়েক বছর ধরেই পড়শি দেশের আর্থিক হাল বেহাল। একাধিক উদ্যোগ যেমন ভিক্ষা, ত্রাণ কোনকিছুতেই কোনো লাভ হয়নি। এবার পাকিস্তানের অর্থনীতি বাঁচাতে সেখানে চাষ হচ্ছে গাঁজার (Cannabis)! হ্যাঁ, এবার গাঁজা পাকিস্তানকে কাঙাল অবস্থা থেকে উদ্ধার করবে। যদিও গাঁজা চাষে রয়েছে বেশ কিছু শর্ত, এই গাঁজা ব্যবহার হবে মূলত চিকিৎসা এবং শিল্প ও কলকারখানাতে।
জানা যাচ্ছে গত ফেব্রুয়ারি মাসে পাকিস্তান তাদের দেশে একটি কমিটি গঠন করে এই নিয়ে। সেটির নাম দেওয়া হয় ক্যানাবিস কন্ট্রোল অ্যান্ড রেগুলেটরি অথোরিটি (CCRA)। এই কমিটি গঠনের লক্ষ্য একটি অধ্যাদেশ জারি করে তারা। পাকিস্তান কর্তৃপক্ষের তরফে জানা যাচ্ছে, এই কমিটি পাকিস্তানে চিকিৎসা ও শিল্প খাতে ব্যবহারের জন্য গাঁজার চাষ থেকে শুরু করে পরিশোধ, গাঁজার বিভিন্ন উপজাত দ্রব্য, পুনরুৎপাদন এবং ক্রয়-বিক্রয় সহ পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবে।
আরও পড়ুন:গ্রেফতার রাজ্যের আরও এক মন্ত্রী! ভোটের মাঝেই চরম অ্যাকশন ED-র
সরকারের আদেশ অনুযায়ী CCRA তে থাকবেন ১৩ সদস্যের এক দল। CCRA তে বিভিন্ন দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং গোয়েন্দাদের নিয়ে সংস্থাটি তৈরি করা হবে। উল্লেখ্য যে, পুরো বিষয়টি প্রথমবারের জন্য সামনে এসে ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময়। তখনই এই কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে পাকিস্তানের লক্ষ্য, সারাবিশ্বে যেখানে যেখানে গাঁজা বৈধ সেই বাজারকে নিজেদের দখলে নিয়ে আসা।
আরও পড়ুন:বাইকের থেকেও কম খরচে মিলবে আস্ত গাড়ি! মাইলেজও চোখ ধাঁধানো, কোন ব্র্যান্ড অফার দিচ্ছে?
এদিকে গবেষণা থেকে জানা যাচ্ছে, গত ২০২২ সালে সারাবিশ্বে গাঁজা এবং গাঁজার সাথে যুক্ত পণ্যের বাজার ছিল ৭০০ কোটি ডলারের। আগামী ২০২৭ সালের মধ্যে এই বাজার পৌঁছাতে পারে ৩,০০০ কোটি ডলারে। আর পাকিস্তানের লক্ষ্য এত বৃহৎ বাজারের কিয়দংশ যদি তাদের ভাগে আসে। সেখান থেকেও বিরাট অঙ্কের আর্থিক ফায়দা হতে পারে জঙ্গিরাষ্ট্রটির।