UNSC এর নামে মিথ্যে বলে ফাঁসল পাকিস্তান, হাতেনাতে ধরল ভারত

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) বিরোধিতায় পাকিস্তান (Pakistan) সবই করতে পারে। পাকিস্তান সোমবার দাবি করে যে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষা পরিষদে (United Nations Security Council) তাঁদের স্থায়ী প্রতিনিধি ভারতের বিরুদ্ধে ব্যাপক ভাবে সরব এবং সফল হয়েছে, কিন্তু পাকিস্তানের এই মিথ্যে হাতেনাতে ধরা পড়ে যায়। ভারত, পাকিস্তানের এই মিথ্যের খোলসা করে। নয়া দিল্লী ইমরান খান সরকারের মনোভাবের কড়া আপত্তি জাহির করে বলে, এটা বোঝা মুশকিল যে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি বয়ান কখন দিলেন? কারণ সুরক্ষা পরিষদের অধিবেশন যারা সদস্য নয়, তাঁদের জন্য তো খোলেই নি।

unsc meeting

সংযুক্ত রাষ্ট্রে পাকিস্তানি মিশন একটি ট্যুইট করে জানায়, UN এ তাঁদের প্রতিনিধি মুনির আক্রম সুরক্ষা পরিষদে বক্তব্য পেশ করেছেন। সন্ত্রাসবাদীদের দ্বারা আন্তর্জাতিক শান্তি ভঙ্গ করা এবং সুরক্ষা নিয়ে তিনি জোরদার ভাবে নিজের বক্তব্য পেশ করে। কিনতি UN এর ভার্চুয়াল মিটিংয়ের ছবি যখন প্রকাশ্যে আসে, তখন সেখানে পাকিস্তানের দূতকে হাজার খুঁজলেও দেখা যায় না।

সংযুক্ত রাষ্ট্রে ভারতীয় মিশন পাকিস্তানের এই মিথ্যে নিয়ে তীব্র প্রতিক্রিয়া জাহির করে বলে, ‘আমরা UNSC তে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি দ্বারা করা মন্তব্যের দাবিকে দেখলাম। আমাদের পক্ষে এটা বোঝা মুশকিল যে, পাকিস্তান এই মন্তব্য করল কোথায়? কারণ সুরক্ষা পরিষদের অধিবেশন আজ যারা সদস্য না, তাঁদের জন্য তো খোলেই নি।”

পাক মিশনের তরফ থেকে বলা হয় যে, ‘মুনির কাশ্মীর ইস্যু নিয়ে এই অধিবেশনে ব্যাপক মন্তব্য করেছেন। আর কুলভূষণ জাদবের কথা উল্লেখ করে মুনির ভারতকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দেখানোর চেষ্টা করেছে।” কিন্তু ওই বৈঠকের ছবিতে কোথাও পাকিস্তানের নাম অথবা পাকিস্তানের সদস্যকে দেখা যায় নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর