বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের দাপট দেখিয়ে জয়ের দিন হতাশ করল এশিয়ার অপর দুই ক্রিকেট শক্তি পাকিস্তান এবং বাংলাদেশ। সেইসঙ্গে আফগানিস্তানও এটা প্রমাণ করল যে তাদের যদি এইমুহূর্তে এশিয়ান ক্রিকেটের চতুর্থ স্তম্ভ বলে উল্লেখ করা হয় তাহলে খুব একটা ভুল হবে না। কারণ আজ আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। কিন্তু এশিয়া কাপের মতই সেই প্রস্তুতি ম্যাচেও আফগানদের বিরুদ্ধে গো-হারান হারলো বেঙ্গল টাইগাররা।
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মহম্মদ নবী। প্রথম ১০ ওভারে বাংলাদেশ, আফগানিস্তানের দুটি উইকেটও তুলে নিয়েছিল এবং বেশি রানও তুলতে পারেনি আফগানরা। কিন্তু শেষ ১০ ওভারে তারা মোট ৯৩ রান করে এবং ২০ ওভার শেষে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৬১। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেনি ইব্রাহিম জাদরান (৪৬) এবং অধিনায়ক মহম্মদ নবী (৪১*)। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট নেন ফাস্ট বোলার তাস্কিন আহমেদ। তিনি ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২ উইকেট পেয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসানও।
কিন্তু এরপর রান তাড়া করতে নেমে ফজল হক ফারুকী এবং মুজিবুর রহমানের দুর্দান্ত বোলিংয়ের সামনে পাওয়ার প্লে-তেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। আফগান বোলাররা তাদের অলআউট করতে পারেনি ঠিকই, কিন্তু ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান করতে পেরেছিল সাকিব আল হাসানরা। শেষবার এই ফরম্যাটে কবে কোনও ম্যাচ জিতেছিল বাংলাদেশ, তা সেই দেশের ক্রিকেট ভক্তরাই এবার ভুলতে শুরু করে দিয়েছেন।
অপরদিকে বৃষ্টিবিঘ্নিত ইংল্যান্ড বনাম পাকিস্তান প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত জয় পেল ইংল্যান্ড। বৃষ্টির জন্য ম্যাচ টি ৪০ ওভারের বদলে ৩৮ ওভারের হয়ে দাঁড়ায়। আজকের ম্যাচে বেশকিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল পাকিস্তান। কিন্তু চোট কাটিয়ে দলে ফিরেছিলেন শাহীন আফ্রিদি। তিনি উইকেট পাননি কিন্তু ২ ওভার হাত ঘুরিয়ে ৭ রান দেন। বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের অনুপস্থিতিতে প্রথমে ব্যাট করে ১৬০ রান বোর্ডে তুলেছিল পাকিস্তান। ইংল্যান্ডের দুই ওপেনার ব্যর্থ হলেও স্টোকস (৩৬), লিভিংস্টোন (২৮), ব্রুকস (৫০), ক্যারানদের (২৯) ব্যাটে ভর করে ১৫ ওভারের আগেই সেই লক্ষ্যে পৌঁছে যায় বাটলাররা।
অপরদিকে আজ বিশ্বকাপের প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানে হারালো জিম্বাবোয়ে। সিকান্দার রাজার ৪৮ বলে ৮৪ ও শেষদিকে লুক জংয়ের ১০ বলে ২০ রানের ক্যামিওতে ভর করে ১৭৪ রান বোর্ডে তুলেছিল জিম্বাবোয়ে। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি হ্যারি টেক্টররা। সুপার টুয়েলভে পৌঁছনোর লড়াইয়ে স্কটল্যান্ড এর পাশাপাশি জিম্বাবোয়েও ভালো জায়গায় পৌঁছে গেল।