মহিলা বিশ্বকাপে পাকিস্তানকে দুরমুশ করল ভারত, ১০৭ রানের সহজ জয় হাসিল টিম ইন্ডিয়ার

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ ছিল। ভারত প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল। যদিও, ভারতের কাছে এই পাহাড় প্রমাণ রান করাটা মোটেও সহজ ছিল না। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ১৮ রানে ৫ উইকেট খুইয়েছিল ভারত। তবে পূজা, স্নেহ আর স্মৃতি মান্ধানাদের দুরন্ত ব্যাটিংয়ের সামনে হার মানেন পাকিস্তানি বোলাররা।

জবাবে পাকিস্তান ব্যাট করতে নেমে প্রথম থেকেই ধুঁকছিল। ২৮ রানে প্রথম উইকেট পড়ার পর পাকিস্তান আর শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর সুযোগ পায়নি। কোনওমতে ঢলের অর্ধশত রান পূরণ হতেই নামে ধ্বস।

ভারতীয় বোলারদের আগুনে বোলিংয়ের সামনে মাথনত করতে বাধ্য হন পাকিস্তানের ব্যাটাররা। বর্ষীয়ান ঝুলন গোস্বামী ১০ ওভারে ১টি মেডেন আর ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। পাকিস্তানি ব্যাটারদের কোমর ভাঙেন রাজেশ্বরী গায়কোয়াড়। রাজেশ্বরী নিজের ১০ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।

ind vs pakistan

ভারতীয়দের বিধ্বংসী বোলিংয়ের জেরে পাকিস্তান ১৩৭ রানেই গুটিয়ে যায়। ভারত এই ম্যাচে ১০৭ রানের সহজ জয় হাসিক করে নেয়। ছেলেদের মতোই মেয়েদের বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত অপরাজিতই রয়ে গেল পাকিস্তানের কাছে।


Koushik Dutta

সম্পর্কিত খবর