বাংলাহান্ট ডেস্ক : আজ থেকে ৯ বছর আগে ২০১৩ সালে ভারতের (India) আইআইটিকে (IIT) টক্কর দিতে একটা ছোটো এমআইটি (MIT) খোলার স্বপ্ন দেখে পাকিস্তান (Pakistan)। কিন্তু সেটা স্বপ্নই থেকে যায়। আজ এমআইটির জন্য প্রস্তাবিত সেই জায়গায় ছাগল বিক্রির জন্য হাট তৈরি করেছে পাকিস্তান।
পাকিস্তানের তথ্য প্রযুক্তি মহাবিদ্যালয়ের প্রধান উমর সৈফ নিজেই এই বিষয়ে জানান। উমর রীতিমতো হতাশ পাকিস্তানের শিক্ষার এই বেহাল দশা দেখে। সম্প্রতি একটি ট্যুইট করে সেই জায়গার ছবি আপলোড করেন যেখানে একটা সময় পাকিস্তানের স্বপ্নের এমআইটি তৈরি হওয়ার কথা ছিল। উমরের আপলোড করা ছবিতে দেখা যায় প্রস্তাবিত সেই জমিতে খোলা হয়েছে একটি ছাগলের হাট। তার সঙ্গেই রাখা হয়েছে গাড়ির পার্কিং। উমর সৈফ সেই ট্যুইটে লেখেন, ‘২০১৩ সালে পাকিস্তানের নিজস্ব এমআইটি তৈরির জন্য আমরা একদম প্রস্তুত ছিলাম। আমরা সেই সেখানে ভারতের আইআইটির অনুকরণে সমস্ত সুবিধাই দিতাম। কিন্তু দুঃখজনক ভাবে আজ সেই জায়গায় তৈরি হয়েছে একটি ছাগলের হাট।’
নিজের ট্যুইটের সঙ্গে ‘দ্যা ট্রিবিউন’-এর একটি লিংকও তিনি শেয়ার করেছেন। এই লিংকে তিনি বলেছেন কতটা আশা করেছিলেন যে পাকিস্তানে একসময় ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি বা এমআইটি তৈরি হবে। উমর এই প্রকল্পের নাম দেন ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি ফর পাকিস্তান। তিনি চেয়েছিলেন এমআইটিতে বিজ্ঞান, কারিগরি ওর ইঞ্জিনিয়ারিং-এর উপর অত্যাধুনিক গবেষণা হোক। কিন্তু পাকিস্তানের ভুল নীতির জন্য সেই জায়গায় এখন তৈরি হয়েছে ছাগলের হাট।
In 2013, we set out to build a little MIT for Pakistan. It had all the ingredients of becoming the equivalent of IIT in India.
Read: https://t.co/nr54lg3OOm
… and today, the site marked for its campus has been turned into a Bakra Mandi.
شرم آنی چاہیے ہم سب کو pic.twitter.com/1HLzJRY1mv
— Umar Saif (@umarsaif) July 9, 2022
প্রসঙ্গত, উমর সৈফ পাকিস্তানে রাষ্ট্রপুঞ্জের জাতীয় উন্নয়ন পরিষদের উপদেষ্টা পরে নিযুক্ত হন। তিনি দাবি করেন, পাকিস্তানের উচ্চশিক্ষার অগ্রগতির জন্য সবাই শুধু চিন্তিত হওয়ার অভিনয় করে। তিনি আরও বলেন, পাকিস্তানে মোট ৭০০ থেকে বেশি মহাবিদ্যালয় রয়েছে। কিন্তু তার মধ্যে একটিও বিশ্বমানের তালিকায় আসে না। এমআইটি তৈরির জন্য অনেক রাজনেতার সঙ্গেও আলোচনা করেন। কিন্তু তাতে লাভেরলাভ কিছুই হয়নি। উল্টে তাঁকে শুনতে হয় ‘পাকিস্তানে এখন পিএইচডি করা লোন বেশি লাগবে না। এর ফলই হলো এমআইটির জায়গায় ছাগল মাণ্ডী।