বাংলাহান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীরে হামলার ছক কষছে জঙ্গিরা। জানা গিয়েছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স ৪০ থেকে ৬০ জন জঙ্গী নিয়োগ করেছে। যারা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে কাশ্মীরের প্রবেশ করবে।
জঙ্গিরা ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে ছোট ছোট দলে ভাগ হয়ে সীমান্তে আঘাত হানবে বলে জানা গিয়েছে। শেষ মুহূর্তে কৌশলগত পরিবর্তন আনতে পারে জঙ্গী সংগঠন। তাই সেনাদের আরো বেশি সচেতন থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই জঙ্গীদের আফগানিস্তানে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এদের খাইবার, পাখতুনখোয়া প্রতিষ্ঠিত পাঠানো হবে। এ জঙ্গীদের মধ্যে আত্মঘাতী দলের সদস্যরা রয়েছে।
কিছুদিনের মধ্যেই পাঞ্জাবের ভাওয়ালপুরে আফগানিস্তানি জঙ্গিদের নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। জম্মু-কাশ্মীর আঘাত হানায় জঙ্গিদের মূল উদ্দেশ্য। ইতিমধ্যেই আফগানিস্তানে জঙ্গি সংগঠনগুলোর সাথে যোগাযোগ করেছেন আইএসআই।
ভারত সরকার জম্মু কাশ্মীর থেকে তাদের বিশেষ স্বাধীনতা তুলে দিয়ে জম্মু-কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত করেন। তারপর থেকেই মরিয়া হয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ অন্যান্য নেতা মন্ত্রীর ভারতকে খোলা হুমকিতে ছাড়েনি।
ভারত সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বহু কাশ্মীরি। আবার অনেকে ভারতের সাথে থাকতে রাজি হননি। এরপর থেকেই পাকিস্তানে চলেছে টানাপড়েন। স্কুল-কলেজ খুলে যাওয়ার পরও পড়ুয়ারা স্কুলে যেতে ভয় পাচ্ছে।কাশ্মীর থেকে বারে বারে এসছে বিক্ষিপ্ত দাঙ্গার খবর।
অন্যদিকে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করেননি। ভারত সরকার ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তান সরকার বিভিন্নভাবে ভারতকে অসহযোগিতা করেন। ভারতের সিদ্ধান্তকে সমর্থন না জানিয়ে পাকিস্তান সরকার ভারত সরকারের সাথে সব রকম বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এর আগে ভারতকে হুমকি দিয়েছিল।