“ভারতের কাছে হেরে প্রথম রাউন্ড থেকেই ছিটকে না যায়!” পাকিস্তানকে নিয়ে আশঙ্কায় ভুগছেন শোয়েব আখতার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বকাপের জন্য ঘোষিত ১৫ জনের পাকিস্তান দল নিয়ে সন্তুষ্ট নন শোয়েব আখতার। গত বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ২৩ শে অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের যাত্রা শুরু করবে পাকিস্তান। তার আগে একটি বড় রকমের আশঙ্কার কথা প্রকাশ করলেন প্রাক্তন পাক পেসার।

সমালোচকদের সমালোচনায় বিদ্ধ করে পাকিস্তান দলের ভুল ত্রুটিগুলি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন শোয়েব। তিনি এশিয়া কাপের পারফরম্যান্স তুলে এনে বলেছেন যে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে কোনও জোর নেই। তিনি মনে করছেন এশিয়া কাপের ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি নির্বাচকরা এবং প্রায় সেই দলটিকেই অপরিবর্তিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পাঠানো হচ্ছে।

পাকিস্তানের প্রাক্তন পেস আর নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন এই middle-order নিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে খেলে কোনওভাবে যদি প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় তাহলেও অবাক হওয়ার থাকবে না। এশিয়া কাপে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের গভীরতার অভাব যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে পাকিস্তানের জন্য সময়টা খুবই কঠিন হতে চলেছে এটুকু আমি বলতে পারি।”

Shoaib Akhtar

তিনি আরও যোগ করেছেন, “আমি সত্যিই আরো ভালো দল নির্বাচন আশা করছিলাম। কিন্তু পাকিস্তান যদি এই দল নিয়েও ভালো পারফরম্যান্স করে তাহলে আমি সত্যিই খুব খুশি হব। আমি ওদের শুভকামনা জানাই। কিন্তু ব্যাটিং গভীরতার অভাবটা আমার চিন্তা ক্রমশ বাড়িয়ে যাচ্ছে।”

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির

Reetabrata Deb

সম্পর্কিত খবর