বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সোমবার বলেন, দক্ষিণ এশিয়ায় যেকোনো প্রকারের সৈন্য গতিবিধি আঞ্চলিক শান্তিকে বিপদে ফেলতে পারে আর এই অঞ্চল বৈশ্বিক বাণিজ্য এবং সুরক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ।
কুরেশি করাচিতে নবম আন্তর্জাতিক নৌবহন সন্মেলনে ভাষণ দেওয়ার সময় বলেন, ভারত মহাসাগর পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের জন্য আশাব্যঞ্জক সম্ভাবনা প্রদান করে।
পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের এই বিষয়টি পর্যবেক্ষণ করা দরকার যে দক্ষিণ এশিয়ায় যে কোনও ধরনের সামরিক অচলাবস্থা আঞ্চলিক স্থিতিশীলাকে বিপদগ্রস্ত করতে পারে যা বৈশ্বিক বাণিজ্য প্রবাহ এবং সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ।”
পাকিস্তানের বিদেশ মন্ত্রী অভিযোগ করে বলেন যে, ভারত হিন্দ মহাসাগরকে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণে এনেছে এবং উন্নত অস্ত্র ব্যবস্থা এবং নৌ সরঞ্জাম সংগ্রহের কাজে জুটেছে। তিনি বলেন, পাকিস্তান ভারত মহাসাগরের সুরক্ষার সবথেকে বড় পক্ষকার, আমরা জলদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মানব পাচার ও মাদক পাচারের মতো বিষয়ের বিরুদ্ধে বরাবর সরব হয়েছি।