বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানের অর্থনীতির ‘ভাঁড়ে মা ভবানী” অবস্থা বহুকাল ধরেই। ইমরান খানের সরকারের পতনের পর দেশবাসী ভেবেছিল এবার হয়তো কিছুটা হলেও আলোর মুখ দেখবে পাকিস্তানের অর্থনীতি। কিন্তু সে স্বপ্ন যে বাস্তব হওয়ার নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পাকিস্তানের আম-জনতা।
সম্প্রতি পাকিস্তানে এক মন্ত্রী এহসান ইকবালের একটি মন্তব্য কে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়। ইকবাল একজায়গায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেশবাসীর কাছে আবেদন জানান যদি পাকিস্তানিরা প্রতিদিন কিছু কাপ করে চাপ কম খান তাহলে দেশের অর্থনীতি মজবুত হবে।
প্রসঙ্গত বলে রাখা ভাল বিশ্বের বৃহত্তম চা আমদানিকারক দেশ পাকিস্তান। এর ফলে ঋণ করে হলেও বিদেশ থেকে মোটা টাকার বিনিময়ে চা আমদানি করতে হয় দেশটিকে।
পাক সংবাদমাধ্যম দাবি করেছে, বাজেট পরিসংখ্যান ঘেঁটে দেখা গিয়েছে ২০২১-২২ সালে ৮৩৯০ কোটি টাকার চা পান করেছেন পাকিস্তানবাসীরা। যার মধ্যে ১৩০০ কোটি টাকার চা আমদানি করতে হয়েছে।
ইমরান জানিয়েছেন পাকিস্তানের কাছে সঞ্চিত বৈদেশিক মুদ্রা দ্রুত হ্রাস পাচ্ছে। চা কম খাওয়ার পাশাপাশি তিনি বিদ্যুৎ সাশ্রয় করার জন্য রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
অর্থনৈতিক সংকট শাহবাজ শরিফ সরকারের জন্য একটি বড় পরীক্ষা। এপ্রিলে সংসদীয় ভোটে ইমরান খানকে হারিয়ে ক্ষমতায় আসেন তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই ইমরান খানের বিদায়ী সরকারকে অর্থনীতির অব্যবস্থাপনার জন্য অভিযুক্ত করেন শাহবাজ শরিফ। অর্থনীতি পুনরায় সচল করা তার জন্য বিশাল চ্যালেঞ্জের হবে বলেও স্বীকার করেছিলেন তিনি।