আন্তর্জাতিক আদালতের পরিবর্তে, ICC এর কাছে নালিশ করলেন পাক সাংসদ ! ট্রল সোশ্যাল মিডিয়ায়

পাকিস্তানের সাংসদ এবং প্রাক্তন আন্তরিক সুরক্ষা মন্ত্রী রেহমান মালিক এর একটি ট্যুইটের কারণে ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম খিল্লি শুরু হয়েছে। কাশ্মীর ইস্যু নিয়ে ট্যুইট করে রেহমান মালিক বলেন, আমি পাকিস্তান সরকারের কাছে আবেদন করেছি যে, সরকার যেন কাশ্মীর নিয়ে মোদী সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ জানায়। আসলে, পাক সাংসদ রেহমান মালিক আন্তর্জাতিক আদালত (আইসিজি) এর যায়গায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) লিখে ফেলেন। এই ট্যুইটের পর সোশ্যাল মিডিয়ায় ওনাকে নিয়ে চরম বিদ্রুপ করা হয়। যদিও, পাক সাংসদ রেহমান মালিক পড়ে ট্যুইটটি ডিলেট করে দেন।

 

আপনাদের জানিয়ে রাখি, এর আগে ৩৭০ ধারা নিয়ে ট্যুইট করে রেহমান মালিক ট্রল হয়েছিলান। রেহমান মালিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইউনাইটেড নেশনকে ট্যুইটারে ট্যাগ করে লেখেন, ‘আপনাদের দেশের নেতাই বলছে, যেটা কাশ্মীরে হচ্ছে সেই হিংসা নিয়ে আপনারা এটা শুনুন।” কিন্তু এই ট্যুইটেও রেহমান মালিক বড় ভুল করে বসেন। তিনি ইউনাইটেড নেশনের যায়গায় ইউএনও গেমসকে ট্যাগ করে দেন! আর এরপর ওনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় খিল্লি হয়। উনি কংগ্রেস নেতা গুলাম নবী আজাদের বক্তব্যকে হাতিয়ার করে ওই ট্যুইটটি করেছিলেন।

Untitled 1 77 1

আরেকদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের জনগণকে কাশ্মীর ইস্যুতে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলেছেন যাতে আন্তর্জাতিক মিডিয়া এটা নিয়ে হৈচৈ করেন। এদিকে, রেলমন্ত্রী শেখ রশিদ পাকিস্তান সরকারের এক সভায় বক্তব্য রাখছিলেন। যখন তিনি তার কথা বলছিলেন, তখন তিনি তার মাইক থেকে একটি বৈদ্যুতিক শক পান। মোদীর বিরুদ্ধে ভাষণ দিতে গিয়ে রীতিমতো আহত হন ইমরান খানের মন্ত্রী।

 

সম্পর্কিত খবর