অনাস্থা প্রস্তাবের আগে নিখোঁজ পাকিস্তানের ৫০ মন্ত্রী! সিঁদুরে মেঘ দেখছেন ইমরান খান

বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের রাজনৈতিক অবস্থা দোদুল্যমান অবস্থায় ছিল। এমনকি, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছিল সেদেশের সেনাবাহিনীও। কিন্তু, বর্তমানে পাকিস্তানের রাজনীতির সবথেকে থেকে বড় খবর হল, অনাস্থা প্রস্তাবের আগেই ইমরান খানের দলের ৫০ জন মন্ত্রী নিখোঁজ হয়েছেন। যে কারণে ইমরানের দল পিটিআই-ও বড় ধরনের ধাক্কা খেয়েছে। সবচেয়ে বড় কথা হল, এর ফলে গদিও হারাতে পারেন ইমরান।

জানা গিয়েছে যে, ইমরান খান সরকারের ২৫ জন সচিব, ১৯ জন সহকারী এবং ৪ জন প্রতিমন্ত্রী নিখোঁজ রয়েছেন। আসল সঙ্কটের সময়েই ইমরানের মন্ত্রীরা মাঠ ছেড়ে কার্যত পালিয়ে গিয়েছেন। এমতাবস্থায়, এটা প্রায় নিশ্চিত যে, এবার ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতেই হবে।

শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণভাবে, এই রাজনৈতিক সঙ্কটের মধ্যে, অনেক ঘনিষ্ঠ বন্ধুও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থন ছেড়ে দিয়েছেন। জানা গিয়েছে, ২৮ মার্চ পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পেশ করা হবে। পাশাপাশি, ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত অনাস্থা প্রস্তাবের ওপর ভোটগ্রহণ সম্পন্ন হবে।

এদিকে, শুক্রবার পাকিস্তানের সংসদে ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে পারেনি বিরোধীরা। এখন আগামী সোমবার এই প্রস্তাব পেশ করা হবে। যদিও, ইমরান সরকার ইঙ্গিত দিয়েছে যে তারা ক্ষমতা থেকে বেরিয়ে গেলে সময়ের আগেই সাধারণ নির্বাচন করতে পারে। অর্থাৎ বিরোধীদের হারাতে ইমরান খান নির্বাচনের বাজি খেলতে পারেন।

883032 867334 imran khan 3

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে এমন একজনও নির্বাচিত প্রধানমন্ত্রী নেই যিনি তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেছেন। এখন পাক প্রধানমন্ত্রী ইমরান খান নতুন ইতিহাসের সূচনা করতে পারেন কি না সেদিকেই নজর রয়েছে সবার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর