গুলি করে নামানো হয়েছে ৫টি ভারতীয় বিমান, পাক সেনার হাতে বন্দি কয়েকজন জওয়ান? হামলার পর দাবি পাক মন্ত্রীর

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : মধ্যরাতে ভারতের (India) ‘অপারেশন সিঁদুর’ তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯ টি জায়গায় জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে বিবৃতি দিয়ে অপারেশন সিঁদুর এর সফলতার কথা জানানো হয়েছে। পালটা ফুঁসে উঠে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এবার জানা গেল, কয়েকটি ভারতীয় (India) বিমানকে গুলি করে নামিয়েছে পাক সেনা। কয়েকজন ভারতীয় সেনাকেও নাকি বন্দি করা হয়েছে।

কয়েকজন ভারতীয় (India) জওয়ানকে বন্দি করা হয়েছে বলে দাবি পাকিস্তানের

Bloomberg এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মহম্মদ আসিফ জানিয়েছেন, পাঁচটি ভারতীয় (India) বিমানকে গুলি করে নামানো হয়েছে। কয়েকজন ভারতীয় সেনা জওয়ানকেও বন্দি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পালটা ভারতকে কটাক্ষ করে পাক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, “এই শত্রুতাপরায়ণ আচরণ বন্ধ হলে আমরা নিশ্চয়ই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাইনা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাক। কিন্তু ভারতের তরফে শত্রুতাপূর্ণ আচরণ বজায় থাকলে আমাদের জবাব দিতে হবে’। যদিও ভারতের তরফে বলা হয়েছে, বায়ুসেনার যতজন জওয়ান অপারেশনে অংশ নিয়েছিলেন সকলে সুরক্ষিত রয়েছেন। 

Pakistan officials claimed to have indian soldiers kept prisoners

হামলায় নিহতদের রিপোর্ট প্রকাশ পাকিস্তানের: রিপোর্ট অনুযায়ী, পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ জানিয়েছেন, ভারত ৬ জায়গায় হামলা চালিয়েছে। এতে ৮ জন নিহত হয়েছে। পঞ্জাবের প্রদেশের পূর্ব আহমেদপুরে ৫ জন সাধারণ নাগরিক এবং অন্যত্র আরো ৩ জন নিহত হয়েছে বলে দাবি মুখপাত্রের। ৩৮ জন আহত হয়েছে হামলায়। BBC র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের তথ্য বিষয়ক মন্ত্রী আত্তাউল্লাহ তারার মন্তব্য করেছেন, ভারত (India) ‘সীমা ছাড়িয়ে গিয়েছে’।

আরো পড়ুন : দেশজুড়ে যুদ্ধকালীন মহড়া! বাড়িতে রাখুন টর্চ-মেডিক্যাল কিট-টাকা, মক ড্রিলের সময়ে কী কী করবেন?

বন্ধ করা হচ্ছে বিমানবন্দর: কিছু কিছু ভারতীয় (India) বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, কাশ্মীর এবং রাজস্থান, পঞ্জাবের মতো কয়েকটি রাজ্যে উড়ান বাতিল করা হয়েছে। উত্তর ভারতের ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসরের মতো জায়গায় বিমানবন্দর বন্ধ করা হয়েছে বলে ঘোষণা করেছে স্পাইসজেট।

আরো পড়ুন : Big Breaking War Update: পাকিস্তানে ‘অকাল দিওয়ালি’, ৯ টি জঙ্গিঘাঁটি উড়িয়ে দিল ‘অপারেশন সিদুঁর’! রাত জেগে মনিটর নরেন্দ্র মোদীর

উল্লেখ্য, পহেলগাঁওয়ের হত্যা লীলার ১৫ দিনের মাথায় পালটা প্রত্যাঘাত করল ভারত (India)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ আগে ভারতীয় (India) সেনা ‘অপারেশন সিঁদুর’ প্রয়োগ করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘাঁটি গুলি থেকেই ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল। মোট ৯ টি জায়গায় আঘাত হানা হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, এই প্রত্যাঘাত ছিল ‘সুনির্দিষ্ট’। পাক সেনাবাহিনীর কোনো ক্যাম্পে আঘাত করা হয়নি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X