গুরতর অভিযোগ পাকিস্তানের, মুসলিম হওয়ার কারণে শামিকে দলের বাইরে রেখেছে বিজেপি

Staff Report: ICC Cricket World Cup 2019 এ পাকিস্তানের টিম খারাপ প্রদর্শন করেছে, আর এই কারণে তাঁরা বিশ্বকাপের বাইরে। পাকিস্তানের খারাপ প্রদর্শনের জন্য সেই দেশের ক্রিকেট এক্সপার্টরা আজব আজব যুক্তি পেশ করেছে আর বয়ান দিয়েছে। আর পাকিস্তান দলের খারাপ প্রদর্শনের জন্য তাঁদের ক্রিকেট ফ্যানেরাও তাঁদের অনেক ট্রল করেছে। পাকিস্তান দল এখন নিজের দেশে ফিরে গেছে। কিন্তু ওদের ক্রিকেট এক্সপার্টরা চুপ হওয়ার নামই নিচ্ছে না।

পাকিস্তানের ক্রিকেট এক্সপার্টরা এখন ভারতীয় দলকে নিয়ে আজব আজব বয়ান দিচ্ছে।  রবিবার পাকিস্তানের ক্রিকেট এক্সপার্ট একটি স্পোর্টস শোয়ে ভারতের উপরে অভিযোগ এনে বলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইচ্ছে করে মোহম্মদ শামিকে খেলান হয়নি।

পাকিস্তানের ক্রিকেট এক্সপার্ট ভারতের উপর অভিযোগ এনে বলেন, ‘মোহম্মদ শামি এবছরের বিশ্বকাপে সুন্দর খেলছে। সে ১৫ টি উইকেট নিয়ে নিয়েছে। কিন্তু … শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামানো হয়নি। এর পিছনে ভারতের শাসক দল বিজেপির হাত আছে।”

https://twitter.com/Saj_PakPassion/status/1147838259554344962

আপনাদের জানিয়ে রাখি, টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে শামিকে বিশ্রাম দিয়ে জাদেজা কে দলে যায়গা দিয়েছিল। ভারতীয় দল সেদিনের খেলায় দুটি বদল করেছিল। যুবেন্দর চাহল কে বসিয়ে কুলদীপ যাদবকে দলে যায়গা দেওয়া হয়েছিল। লিডস এর উইকেট দেখেই ভারতীয় দল এই সিদ্ধান্ত নিয়েছিল। সেদিন লিডস এর উইকেট স্পিনার সহায়ক ছিল, আর সেই জন্যই ভারত শামিকে বিশ্রাম দিয়েছিল।

 


সম্পর্কিত খবর