বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাসের (Coronavirus) আতঙ্কে বিশ্ব আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। মহামারির আকার ধারণ করা এই রোগকে WHO এই রোগকে মহামারি বলে ঘোষণা করেছে। বিভিন্ন দেশের অর্থনৈতিক ব্যবস্থাতেও এর প্রভাব পড়েছে।
এই সময় সকল দেশ একজোট হয়ে করোনার মোকাবিলা করার জন্য এগিয়ে এসেছে। ভারতের (India) প্রধানমন্ত্রী যেমন সকলের সাথে মিলিত ভাবে করোনা প্রতিরোধে চেষ্টা করছেন, উল্টোদিকে কিন্তু পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এখনই কাশ্মীর প্রসঙ্গ নিয়ে সমস্যা সৃস্টি করে চলেছে।
SARRC দেশের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করে পাকিস্থান (Pakistan) কাশ্মীরের প্রসঙ্গে ভারতকে কোণঠাসা করতে চাইছে। তাঁরা বলছে, ‘কাশ্মীর থেকে করোনাভাইরাসের মোকাবিলা করার সব ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক’। বিশ্ববাসী যখন করোনা আতঙ্কে ভুগছে, এই সময়ও পাকিস্তান তাঁদের কূটনৈতিক মনভাব থেকে বেরোতে পারেনি। এর থেকেই বোঝা যাচ্ছে করোনাভাইরাস বিষয়ে পাকিস্তান একদমই চিন্তিত নয়। তাঁদের চিন্তা শুধু নিজেদের অস্তিত্ব নিয়ে। একবার যদি কাশ্মীর এবং পাকিস্তানের উপর থেকে অন্যদের নিজর সরে যায়, তাহলে তাঁদের কি হবে।
করোনাভাইরাসের বাড়তে থাকা প্রকোপের বিষয়ে SAARC দেশের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করা হচ্ছিল। এই আলোচনায় প্রধানমন্ত্রী মোদীজি (Narendra Modi) বেশ কয়েকটি দেশকে একত্রিত হওয়ার কথা বলেন। তিনি করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য SARRC দেশের জন্য জরুরিকালীন ফান্ড বানানোর জন্য ভারতের পক্ষ থেকে ১০ মিলিয়ন ডলার দেওয়ার হবে। একদিকে যেমন ভারত করোনাভাইরাসের জন্য সমগ্র দেশকে এক হওয়ার কথা বলছে, তেমনই অন্য দিকে পাকিস্তান এই সময় তাঁদের নীচ মানসিকতার পরিচয় দিচ্ছে।