বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার মধ্যরাত থেকে সকলের মুখে মুখে ঘুরছে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)। মাত্র ২৫ মিনিটের এই অভিযানে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধূলিস্যাৎ করে দিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। এবার ভারতের বিরুদ্ধে পাল্টা অভিযানের নামকরণ করল পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’এর পাল্টা ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ (Operation Bunyan-un-Marsoos) ঘোষণা করেছে সেদেশ।
‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’এর (Operation Bunyan-un-Marsoos) অর্থ কী?
জানা যাচ্ছে, পাকিস্তানি সেনা ও সেদেশের সরকারি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আল জাজিরা এই অভিযানের তথ্য সামনে এনেছে। শনিবার ভোর থেকেই ভারতের ওপর হামলা চালাচ্ছে পাকিস্তান। ‘অপারেশন সিঁদুর’এর পাল্টা এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বুনিয়ান-উন-মারসুস’ কোরানের একটি আয়াত। এটি আরবি শব্দবন্ধ বলে দাবি করেছে আল জাজিরার প্রতিবেদন। এই শব্দবন্ধের মানে হল, ‘শিসার তৈরি কাঠামো’।
আরও পড়ুনঃ একের পর এক ড্রোন হামলার চেষ্টা! এবার ভারতের বিরুদ্ধে মিলিটারি অপারেশন লঞ্চ করল পাকিস্তান
ওই রিপোর্ট অনুসারে, কোরানের সংশ্লিষ্ট আয়াতে বলছে, ‘আল্লা তাঁদেরকেই ভালোবাসেন, যারা যুদ্ধের ময়দানে তাঁর দেখানো পথে লড়াই করেন। ঠিক শিসার নির্মিত শক্ত কাঠামোর মতো’। কিছু কিছু সূত্রে আবার দাবি করা হয়েছে, ‘বুনিয়ান-উন-মারসুস’এর মানে হল ‘অভেদ্য দুর্গ’।
জানা যাচ্ছে, এই বিষয়ে পাকিস্তানি সেনার (Pakistani Army) বক্তব্য, ভারতের হামলার প্রত্যাঘাত করতেই হতো। সেই কারণেই এই সিদ্ধান্ত। পাকিস্তানের হামলায় ইতিমধ্যেই রাজৌরিতে এক সরকারি আধিকারিকের মৃত্যু হয়েছে। তিনি সহ মোট তিনজনের প্রাণহানি হয়েছে বলে খবর। সেই সঙ্গেই জম্মু এবং কাশ্মীরের বহু জায়গায় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই দাবি করা হয়েছে। এছাড়া জম্মুর শম্ভু মন্দিরে একটি পাক গোলা এসে পড়েছে বলে খবর।
উল্লেখ্য, কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুনের ‘জবাব’ স্বরূপ অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনা। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। পাল্টা পাকিস্তানের তরফ থেকে এদেশের সাধারণ নাগরিকদের ওপর হামলা চালানো হচ্ছে। ইতিমধ্যেই আবার ‘অপারেশন সিঁদুর’এর পাল্টা ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’ (Operation Bunyan-un-Marsoos) ঘোষণা করেছে সেই দেশ।