বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি বছরে ভারতে জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে অসাধারণ ফর্মে ছিলেন সূর্যকুমার যাদব। এই বছর তিনি টি-টোয়েন্টিতে মোট ১১৪৬ রান করেছেন এবং তার পাশাপাশি তার গড় ছিল ৪৬.৫৬। তিনি এই ফরম্যাটে চলতি বছরে ব্যাটিং করেছেন ১৮৭-র বেশি স্ট্রাইক রেটে। তিনি কতটা ভালো ছন্দে ছিলেন ক্ষুদ্রতম ফরম্যাটে সেটা আলাদা করে বলে বোঝানোর প্রয়োজন নেই এই পরিসংখ্যান দেখার পর।
শুধুমাত্র দেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন এই ভারতীয় তারকা। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে তিনি চলতি বছরের নয়বার অর্ধশতরান এবং দুইবার শতরানের মুখ দেখেছেন। কিন্তু এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে তিনি ভাল পারফরম্যান্স করতে পারেননি। যার জন্য চলতি বছরে ভারত প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ জিতলেও কোনো টুর্নামেন্ট জিততে পারেনি।
তবে চলতি বছরে অসংখ্য ভালো ইনিংস খেলার কারণে সূর্যকুমার যাদব এইমুহূর্তে ক্ষুদ্রতম ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন। কিন্তু তাকে খুব একটা বেশি গুরুত্ব দিতে নারাজ পাকিস্তানের স্পেশাল হ্যারিস রাউফ। তার মতে সূর্যকুমার যাদবকে কিভাবে ঠান্ডা রাখতে হয় সেই উপায় তার ভালোভাবেই জানা আছে।
তিনি জানিয়েছেন, “যখন কোনও ক্রিকেটার আগ্রাসি ব্যাটিং করে তখন তার মানে তিনি আপনার কাছে তাকে আউট করার সুযোগ দিচ্ছেন। প্রত্যেক ক্রিকেটারের কিছু দুর্বলতা থাকে। সূর্যকুমার যাদবকেও যদি পরিস্থিতি অনুযায়ী চতুর্থ বা পঞ্চম স্ট্যাম্পের লাইনে বল করা হয় তাহলে তিনিও ব্যাটিং করতে গিয়ে সমস্যায় পড়বেন।”
হ্যারিস রাউফের মতে তারা গোটা বছরে সূর্যকুমার যাদবকে আটকে রাখতে সক্ষম হয়েছেন। তার মতে ভারতীয় তারকা বোলারদের ভাবনা নিয়ে খেলতে পছন্দ করেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তারা তাকে সেই সুযোগ দেননি। তাই চলতি বছরে তিনবার পাকিস্তানের মুখোমুখি হয়েও তিনি মাত্র ৪৬ রান করতে পেরেছেন তাও আবার ১২৩.৯১ স্ট্রাইক রেট সহ।