বাংলা হান্ট ডেস্ক: এমনিতেই বর্তমান সময়ে চরম আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। ক্রমশ টালমাটাল হয়ে পড়ছে ওই দেশের অর্থনীতি। তবে, এরই মধ্যে এবার নতুন সমস্যার সম্মুখীন পাকিস্তান। যেটি সম্পর্কে জানার পর অবাক হবেন প্রত্যেকেই। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, পাকিস্তানের পার্লামেন্টে এবার দাপট দেখাচ্ছে ইঁদুর। হ্যাঁ, প্রথমে বিষয়টি পড়ে চমকে গেলেও এটা কিন্তু একদমই সত্যি!
পাকিস্তানের (Pakistan) পার্লামেন্টে ইঁদুরের দৌরাত্ম:
মূলত, দক্ষিণ এশিয়ার এই দেশটির (Pakistan) পার্লামেন্ট এখন বড় বড় ইঁদুরের দখলে রয়েছে বললেও অত্যুক্তি হবে না। ইসলামাবাদের সংসদ ভবনে ধ্বংসযজ্ঞ চালানো ওই ইঁদুরগুলিকে ধরার জন্য আধিকারিকরা শিকারি বিড়াল পোষার প্রস্তুতি নিয়েছেন। যার জন্য ১২ লক্ষ পাকিস্তানি রুপির আলাদা বাজেটও নির্ধারণ করা হয়েছে। জানা গিয়েছে, সংসদ ভবনের প্রথম তলায় ইঁদুর সবথেকে বেশি আতঙ্কের সৃষ্টি করেছে। ওই তলাতেই সেনেটের বিরোধী দলীয় নেতার অফিস এবং একটি খাবার হল রয়েছে। পাশাপাশি, রাজনৈতিক দলগুলির সভাগুলিও সেখানে সম্পন্ন হয়।
ইঁদুরগুলি এত বড় যে বিড়ালও ভয় পায়: এদিকে, ন্যাশনাল অ্যাসেম্বলির মুখপাত্র জাফর সুলতান BBC-কে জানিয়েছেন যে, “এই তলায় ইঁদুরগুলি এত বড় যে বিড়ালরাও তাদের ভয় পেতে পারে।” এদিকে, এই সামগ্রিক বিষয়টি তখনই সামনে আসে যখন ২০০৮ সালের একটি বৈঠকের রেকর্ড ইঁদুর সম্পূর্ণ নষ্ট করে দেয়। এমনকি কম্পিউটারের তারও রেহাই পায়নি। আশ্চর্যের বিষয় হল যে, ইঁদুরগুলি দিনের বেলা অফিসের সময় ততটা সক্রিয় থাকে না। বরং সেগুলি রাতে ধ্বংসলীলা চালায়।
আরও পড়ুন: ইউক্রেন থেকে ফেরার সময় টানা ৪৬ মিনিট পাকিস্তানে ছিল মোদীর বিমান! তুমুল হইচই ইসলামাবাদে
ইঁদুরের ম্যারাথন: ন্যাশনাল অ্যাসেম্বলির একজন আধিকারিক জানিয়েছেন, “সন্ধ্যায় যখন আশেপাশে সাধারণত কেউ থাকে না, তখন ইঁদুর এমনভাবে দৌড়ায় যেন ম্যারাথন চলছে।” পার্লামেন্টের পুরনো নিরাপত্তারক্ষীরা ইঁদুরদের এই হামলায় অভ্যস্ত হলেও নতুন নিয়োগপ্রাপ্তরা ভয় পাচ্ছেন। ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি শিকারি বিড়াল নিয়ে আসা এবং জালের খাঁচা স্থাপনের মাধ্যমে ইঁদুরের দাপটের বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করছে।
আরও পড়ুন: মাত্র ১ সপ্তাহেই বাজিমাত! মুকেশ আম্বানি ঘটালেন টাকার বৃষ্টি, হল ২৯,৬৩৪ কোটির উপার্জন
২০২২ সালে সাংসদদের খাবারে আরশোলা পাওয়া গিয়েছিল: এদিকে, আধিকারিকরা এই বিপদ মোকাবিলায় পেস্ট কন্ট্রোল কোম্পানিকে নিযুক্ত করার জন্য বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদপত্রে বিজ্ঞাপনও দিয়েছে। উল্লেখ্য যে, সামা টিভির মতে, পাকিস্তানের (Pakistan) সংসদের দু’টি ক্যাফেটেরিয়া ২০২২ সালে সিল করে দেওয়া হয়েছিল। কারণ সেই সময়ে সাংসদদের খাবারে পাওয়া গিয়েছিল আরোশোলা। ২০১৯ সালে, সাংসদরা ক্যাফেটেরিয়ায় পরিবেশিত খাবারের মানের পাশাপাশি পরিচ্ছন্নতার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তবে, এবার সকলের ঘুম উড়িয়েছে ইঁদুরের দৌরাত্ম।