বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে “নার্ভাস” পাকিস্তানের খেলোয়াড়রা! নিজেই জানালেন বাবর আজম

বাংলা হান্ট ডেস্ক: আমেরিকা (America) এবং ওয়েস্ট ইন্ডিজে (West Indies) আয়োজন করা হয়েছে এবারের T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, এই টুর্নামেন্টের অন্যতম রুদ্ধশ্বাস ম্যাচ সম্পন্ন হবে আগামী ৯ জুন। ওইদিন মুখোমুখি হবে ভারত (India) এবং পাকিস্তান (Paksitan)। যদিও, এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তান দল খুব একটা ছন্দে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক T20 সিরিজে ২-০ ব্যবধানে হেরে গিয়েছে পাকিস্তান। এমতাবস্থায়, ভারতের বিপক্ষে খেলার আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এক বিবৃতিতে জানিয়েছেন যে, ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে এবং প্রত্যাশার বোঝা ও চাপ তাঁদের খেলোয়াড়দের নার্ভাস করে তুলছে। এর পাশাপাশি, তিনি তাঁর দলের খেলোয়াড়দের শান্ত থাকার এবং তাঁদের প্রাথমিক বিষয়গুলিতে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

ভারতের বিপক্ষে পাকিস্তানের অবস্থা খারাপ: T20 বিশ্বকাপের ইতিহাসে ভারত ও পাকিস্তানের মধ্যে মোট ৭ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওইসব ম্যাচের মধ্যে পাকিস্তান জিতেছে মাত্র ১ টিতে। ৬ টি ম্যাচে আধিপত্য বিস্তার করেছে ভারতীয় দল। ২০২১ সালে পাকিস্তান তাদের একমাত্র জয় পায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পডকাস্টে বাবর আজম বলেন, “আমরা জানি যে ভারত-পাকিস্তানের ম্যাচটি অন্য যেকোনো ম্যাচের চেয়ে বেশি আলোচিত হয়। এর জন্য একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ তৈরি করা হয়েছে এবং এটি নিয়ে শুধু খেলোয়াড়দের মধ্যেই নয়, অনুরাগীদের মধ্যেও উত্তেজনা রয়েছে।”

Pakistan players "nervous" ahead of match against India in ICC Men's T20 World Cup.

পাকিস্তানের খেলোয়াড়রা নার্ভাস হচ্ছেন: বাবর আরও বলেন, “আপনি বিশ্বের যেখানেই যান না কেন, ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে আলোচনার লোক পাবেন। সবাই নিজেদের দেশকে সমর্থন করে। প্রতিটি ভক্ত অধীর আগ্রহে এই ম্যাচের জন্য অপেক্ষা করেন এবং তাঁদের মনোযোগ এই বিশেষ ম্যাচের দিকে থাকে। অবশ্য এই ম্যাচ ঘিরে প্রত্যাশা ও পরিবেশ তৈরি হওয়ায় কিছুটা নার্ভাস হয়ে পড়েন খেলোয়াড়রা। এটি নির্ভর করে আপনি কিভাবে বিষয়টির সাথে মোকাবিলা করবেন। আপনি যত বেশি প্রাথমিক বিষয়গুলিতে ফোকাস করবেন, একজন খেলোয়াড় হিসেবে আপনার জন্য জিনিসগুলি সহজ হয়ে উঠবে। এটি একটি খুব উচ্চ-চাপের ম্যাচ এবং আপনি যদি শান্ত থাকেন এবং আপনার কঠোর পরিশ্রম ও দক্ষতার উপর বিশ্বাস রাখেন তবে জিনিসগুলি সহজ হয়ে যাবে।”

আরও পড়ুন: একতরফা হবে ম্যাচ! T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার এই ৩ খেলোয়াড়ই হেলায় হারিয়ে দেবেন পাকিস্তানকে

বাবর আজমের স্বপ্ন ICC ট্রফি: ২০২২ সালের T20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পরাজয় এখনও ভুলতে পারেননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তিনি জানান, “আমি বিশ্বাস করি যে ২০২২ সালে ভারতের বিপক্ষে আমাদের ম্যাচ জেতা উচিত ছিল। কিন্তু তারা আমাদের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে। সবচেয়ে বাজে ছিল জিম্বাবোয়ের বিপক্ষে হার। ভারতের বিপক্ষে পরাজয় এলেও আমরা ভালো ক্রিকেট খেলেছি এবং সবাই আমাদের পারফরম্যান্সের প্রশংসা করছে।”

আরও পড়ুন: সেরে রাখুন প্রয়োজনীয় কাজ! চলতি মাসে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

বাবর বলেন, ICC ট্রফি জেতা তাঁর স্বপ্ন। তিনি বলেন, “একজন ব্যাটার হিসেবে আমি অনেক কিছু অর্জন করেছি এবং একজন অধিনায়ক হিসেবে আমি কিছু সিরিজ জিতেছি। কিন্তু ICC ট্রফি জেতা অন্যরকম অনুপ্রেরণা। তখন একটি ভিন্ন স্তরে পোঁছে যাওয়া যায় এবং প্রচুর প্রশংসা মেলে। তাই আমার স্বপ্ন ICC ট্রফি জিতে পাকিস্তানের হাতে তুলে দেওয়া।”


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর