ক্রিকেটে পাকিস্তানকে বহিস্কার! ক্ষুব্ধ ইমরান দেশের খেলোয়াড়দের কাছে করলেন করলেন বিশেষ দাবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ১৮ বছর পর নিউজিল্যান্ডের হাত ধরে ফের একবার বল গড়ানোর কথা ছিল পাক ভূমে। কিন্তু শেষ অবধি তা সফল হয়নি, একেবারে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পরবর্তী ক্ষেত্রে পাক সফর বাতিল করেছে ইংল্যান্ডও, বিশ্বকাপের আগেই মহিলা এবং পুরুষ দল পাঠানোর কথা থাকলেও সেই কথা রাখেনি তারা।

কার্যত এরপর থেকেই রীতিমতো ক্ষুব্ধ পাক ক্রিকেট বোর্ড এবং প্রাক্তন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপকে এখন চ্যালেঞ্জের মতো দেখছে বাবর আজমদের দল। বোর্ড প্রধান রামিজ রাজা তো এও বলেছেন, আগে শুধুমাত্র ভারত আমাদের টার্গেট থাকতো এখন থেকে তাতে আরও দুটো দল যোগ হলো নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। এমতাবস্থায় বুধবার খেলোয়াড়দের সঙ্গে দেখা করলেন পাক প্রধানমন্ত্রী তথা প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের সিরিজ শুরুর জন্য যথেষ্ট উদগ্রীব ছিলেন তিনিও। যদিও ফলাফল শেষ অবধি তার পক্ষে যায়নি। বুধবার খেলোয়াড়দের সঙ্গে দেখা করে তিনি বলেন, “পাকিস্তান একটি নিরাপদ দেশ। আপনাদের পারফরম্যান্স উন্নত করার দিকে মনোযোগ দেওয়া উচিত … পাকিস্তান শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করবে।” এছাড়া বাবর আজমের সাথে আলাদা করেও কথা বলেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, আপনার সামনে থেকে দলকে নেতৃত্ব দেওয়া উচিত। আপনার উচিত সবাইকে সাথে নিয়ে সিংহের মতো লড়াই করা।

খেলোয়াড়দের সঙ্গে প্রধানমন্ত্রীর এই আলাপ চলাকালীন উপস্থিত ছিলেন বোর্ড প্রধান রামিজ রাজাও। রামিজ নিজেও সেই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন, যার নেতৃত্ব দিয়েছিলেন ইমরান খান। এখন পাকিস্তান দলের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে বললেও ভুল বলা হয় না এই মুহূর্তে এই পেপ টক তাদের কতখানি উজ্জীবিত করতে পারে সেটাই এখন দেখার।

 

সম্পর্কিত খবর

X